X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বিএসএফের বাধায় বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:০০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৪

বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ কাস্টমস পারমিট পাস নিয়ে সিএন্ডএফ এজেন্টরা পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে গেলে বিএসএফ বাধা দেয়। এ কারণে বেনাপোল বন্দর দিয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

ব্যবসায়ীরা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বেনাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফদের কাগজপত্র নিয়ে কাউকে ভারতে প্রবেশ করতে দেয়নি। ফলে মঙ্গলবার দুপুর থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। আমদানি-রফতানি চালু করতে ভারতীয় পেট্রাপোল বন্দরের কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস কর্মকর্তারা।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ‘দুপুরে মালামাল রফতানির জন্য কাগজপত্র নিয়ে পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে গেলে হঠাৎ বিএসএফের বাধার মুখে পড়ে আমাদের সদস্যরা। বিএসএফের বাধায় কোনও স্টাফই ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে পারেনি। এ কারণে মুহূর্তের মধ্যে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। দুই দেশের বন্দর এলাকায় হাজার হাজার পণ্যবাহী ট্রাক আটকে আছে, যার মধ্যে অধিকাংশেই রয়েছে পচনশীল দ্রব্য।’
বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন জানান, 'আগে তো একই কাগজ নিয়ে এজেন্টরা ভারতে প্রবেশ করতে পারতো। তবে কী কারণে বিএসএফ আমাদের স্টাফদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না তা এখনও জানা যায়নি।'

বেনাপোল কাস্টমসের রাজস্ব শাখার সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, ‘সিএন্ডএফ এজেন্ট কর্মচারীরা যাতে তাড়াতাড়ি ভারতে প্রবেশ করতে পারেন সেই চেষ্টা চালানো হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, ভারতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সফরের কারণে সীমান্তজুড়ে কঠোর নজরদারির ফলে বাংলাদেশ থেকে কোনও সিএন্ডএফ কর্মচারীকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।’

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম জানান, পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে জানানো হয়েছে, নিয়মানুযায়ী এখন থেকে পাসপোর্ট ছাড়া কেউ সীমান্ত অতিক্রম করতে পারবেন না। ব্যবসায়িক কাজে বাংলাদেশি সিএন্ডএফ কর্মচারীরা ভারতে যেতে চাইলে তাদের প্রত্যেকের পাসপোর্টের মাধ্যমে যেতে হবে। 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন