X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিএসএফের বাধায় বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:০০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৪

বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ কাস্টমস পারমিট পাস নিয়ে সিএন্ডএফ এজেন্টরা পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে গেলে বিএসএফ বাধা দেয়। এ কারণে বেনাপোল বন্দর দিয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

ব্যবসায়ীরা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বেনাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফদের কাগজপত্র নিয়ে কাউকে ভারতে প্রবেশ করতে দেয়নি। ফলে মঙ্গলবার দুপুর থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। আমদানি-রফতানি চালু করতে ভারতীয় পেট্রাপোল বন্দরের কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস কর্মকর্তারা।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ‘দুপুরে মালামাল রফতানির জন্য কাগজপত্র নিয়ে পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে গেলে হঠাৎ বিএসএফের বাধার মুখে পড়ে আমাদের সদস্যরা। বিএসএফের বাধায় কোনও স্টাফই ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে পারেনি। এ কারণে মুহূর্তের মধ্যে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। দুই দেশের বন্দর এলাকায় হাজার হাজার পণ্যবাহী ট্রাক আটকে আছে, যার মধ্যে অধিকাংশেই রয়েছে পচনশীল দ্রব্য।’
বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন জানান, 'আগে তো একই কাগজ নিয়ে এজেন্টরা ভারতে প্রবেশ করতে পারতো। তবে কী কারণে বিএসএফ আমাদের স্টাফদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না তা এখনও জানা যায়নি।'

বেনাপোল কাস্টমসের রাজস্ব শাখার সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, ‘সিএন্ডএফ এজেন্ট কর্মচারীরা যাতে তাড়াতাড়ি ভারতে প্রবেশ করতে পারেন সেই চেষ্টা চালানো হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, ভারতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সফরের কারণে সীমান্তজুড়ে কঠোর নজরদারির ফলে বাংলাদেশ থেকে কোনও সিএন্ডএফ কর্মচারীকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।’

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম জানান, পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে জানানো হয়েছে, নিয়মানুযায়ী এখন থেকে পাসপোর্ট ছাড়া কেউ সীমান্ত অতিক্রম করতে পারবেন না। ব্যবসায়িক কাজে বাংলাদেশি সিএন্ডএফ কর্মচারীরা ভারতে যেতে চাইলে তাদের প্রত্যেকের পাসপোর্টের মাধ্যমে যেতে হবে। 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের