X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ভারত থেকে ফিরে সরকারিভাবে কোয়ারেন্টিনে থাকবেন বাংলাদেশিরা

হিলি প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ২০:৫৫আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২২:৫৯

ভারত থেকে ফিরে সরকারিভাবে কোয়ারেন্টিনে থাকবেন বাংলাদেশিরা করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরছেন। দু’দেশের মাঝে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়ায় চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা ও তাবলিগ জামাতে অংশ নিতে গিয়ে আটকে থাকা বাংলাদেশিরা বিশেষ ব্যবস্থায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে আসছেন। এ মুহূর্তে যারা দেশে ফিরছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করে বাড়িতে পাঠানো নয়, সরকারিভাবে কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অদূরে হাকিমপুর ডিগ্রি কলেজকে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে প্রস্তুত করেছে স্থানীয় প্রশাসন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী বাংলা ট্রিবিউনকে জানান, করোনাভাইরাসের কারণে গত ১৩ মার্চ ভারত দু’দেশের মধ্যে নতুন করে যাত্রী পারাপার বন্ধের ঘোষণা দেয়। তবে এর আগে যারা ভারত থেকে বাংলাদেশে এসেছেন কিংবা এ দেশ থেকে ভারতে গিয়েছেন, তাদের নিজ নিজ দেশে ফেরা চালু ছিল। এরপর গত ২৩ মার্চ বিকেল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আটকে থাকা ভারতীয় নাগরিকসহ বিশ্বের সব দেশের নাগরিক প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। তবে শুধু ভারতের অভ্যন্তরে আটকে থাকা বাংলাদেশি নাগরিকদের ফেরত প্রদানের কার্যক্রম চালু রাখে তারা।

তিনি আরও জানান, তখন থেকে ভারতে আটকে থাকা যাত্রীরা দেশে আসতে থাকেন। তাদের স্বাস্থ্য চেকআপের পর হোম কোয়ারেন্টিনে পাঠানো হতো। তবে এক সপ্তাহ ধরে কোনও যাত্রী দেশে ফিরে আসেনি। আমাদের কাছে নতুন করে নির্দেশনা এসেছে, এখন ভারত থেকে যারাই দেশে আসবে তাদের বাড়িতে না পাঠিয়ে সরকারিভাবে কোয়ারেন্টিনে রাখা হবে।

ওসি সেকেন্দার আলী বলেন, ভারতে তাবলিগ জামাতে অংশ নিতে গিয়ে আটকে থাকা বাংলাদেশি মুসল্লিদের একটি দল হিলি সীমান্ত দিয়ে দেশে প্রবেশের কথা শোনা গেলেও এখন পর্যন্ত আমরা এ ধরনের কোনও তথ্য পাইনি।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বাংলা ট্র্রিবিউনকে জানান, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এখন যারা ভারত থেকে দেশে আসবে তাদের কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা পেয়েছি। এ লক্ষ্যে চেকপোস্ট দিয়ে আসা সব বাংলাদেশি নাগরিককে কোয়ারেন্টিনে রাখার জন্য আমরা হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজকে সেন্টার হিসেবে প্রস্তুত করেছি।’

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!