X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পুলিশের নজর এড়াতে কাভার্ডভ্যানে শিশুসহ যাত্রী পারাপার!

গাজীপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ২১:৫৮আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২২:০০

পুলিশের নজর এড়াতে কাভার্ডভ্যানে শিশুসহ যাত্রী পারাপার! ছয় মাসের এক শিশুসহ পাঁচ শিশু-কিশোর ও ১০ থেকে ১৫ জন নারী-পুরুষকে একটি বন্ধ কাভার্ডভ্যানের ভেতর থেকে উদ্ধার করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। তারা ময়মনসিংহ থেকে গাজীপুর মহানগর এলাকায় যাচ্ছিলেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় কাভার্ডভ্যানটি আটক করে তাদেরকে উদ্ধার করা হয়। কাভার্ডভ্যানটি জব্দ করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।

ওই কাভার্ডভ্যানের যাত্রী সোহেল রানা সাংবাদিকদের জানান, তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন। দুইদিন আগে চাচা মারা যাওয়ার পর ময়মনসিংহের গ্রামের বাড়ি গিয়েছিলেন। কারখানায় কাজে যোগ দেওয়া এবং বেতনের জন্য গত রাতে ফোন করলে তিনি গাজীপুরের উদ্দেশ্যে বের হন। কিন্তু কোনও গাড়ি না পেয়ে ময়মনসিংহ থেকে ২শ’ টাকা ভাড়ায় ওই কাভার্ডভ্যানে উঠেন। এসময় কাভার্ডভ্যান চালক সেখান থেকে ৬ মাসের শিশুসহ গাজীপুরের আরও কয়েকজন যাত্রীকে কাভার্ডভ্যানে তুলেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, ময়মনসিংহ থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১০/১৫জন যাত্রী নিয়ে কাভার্ডভ্যানের পেছনের দরজা বন্ধ করে চালক গাজীপুরের উদ্দেশে রওয়ানা হন। এতে কাভার্ডভ্যানের ভেতর যাত্রীদের দমবন্ধের ঝুঁকি সৃষ্টি হয়। সন্দেহবশত ভাবানীপুর এলাকায় কাভার্ডভ্যানটি আটক করে ভেতর ভেতর থেকে ওই যাত্রীদের উদ্ধার করা হয়। পরে কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। যাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

ওসি আরও জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের সংক্রমন রোধে চেকপোস্ট বসিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পণ্যবাহী কাভার্ডভ্যান, ট্রাক, অ্যাম্বুলেন্স, চিকিৎসকের গাড়ি ছাড়া মহাসড়কে কোনো যাত্রীবাহী যানবাহন চলতে দেয়া হচ্ছে না। এ সুযোগে কিছু পরিবহন চালক ও শ্রমিকেরা ওইসব পরিবহনে যাত্রী নিয়ে যাতায়াত করছে। তাই চেকপোস্টে সন্দেহ হলেই ওইসব গাড়িও তল্লাশি করা হচ্ছে। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা