X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আম্পান: ভোলার চরবাসীদের ২৪ ঘণ্টার মধ্যে নেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে

ভোলা প্রতিনিধি
১৮ মে ২০২০, ২২:২৮আপডেট : ১৮ মে ২০২০, ২২:৩৪

ভোলায় সতর্কতা মাইকিং বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান ক্রমশই উপকূলের দিকে এগিয়ে আসছে। ইতোমধ্যে উপকূলীয় এলাকায় ৭ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় ঘূর্ণিঝড় মোকাবিলার অংশ হিসেবে চর এলাকা থেকে ২৪ ঘণ্টার ভেতরে সবাইকে সরিয়ে আনার জন্য কাজ শুরু করেছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে এ বিষয়ে প্রস্তুতি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সংশ্লিষ্ট দফতরগুলোকে সতর্কতামূলক নির্দেশনা দেওয়ার পাশাপাশি এক হাজার ১০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুুত রাখার কথা বলা হয়। এছাড়া সব স্কুল-কলেজগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়।

অপর দিকে সিপিপি ও রেডক্রিসেন্টের ১০ হাজার ২০০ স্বেচ্ছাসেবী প্রস্তুুত রাখা হয়েছে। এছাড়া প্রস্তুত রয়েছে ১০০টি মেডিক্যাল টিম। ঝুঁকিপূর্ণ বিচ্ছিন্ন চরগুলো থেকে নিরাপদ আশ্র‌য়ে মানুষকে দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নিয়ে আসার জন্য সভায় সিদ্ধান্ত হয়।

সভায় করোনার সতর্কতা ও স্বাস্থ্যবিধি মানার জন্য সাইক্লোন শেল্টারগুলোকেও নির্দেশনা দেওয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে রেডক্রিসেন্ট, সিপিপি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, পুলিশ, উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিকে রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা শহরে সতর্কতা মাইকিং করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিছিন্ন চরের মানুষদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ