X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কোটালীপাড়ায় নিখোঁজের তিন মাস পর কাঠমিস্ত্রির লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২০, ০৪:৩২আপডেট : ২৭ মে ২০২০, ০৪:৩২

লাশ উদ্ধার গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখোঁজের প্রায় তিন মাস পর মাটির নিচ থেকে এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম কমলেশ বাড়ৈ (৪৫)। এ ঘটনায় পুলিশ কমলেশের স্ত্রী সুবর্ণাসহ চার জনকে আটক করেছে। স্ত্রীর পরকিয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে ওই কাঠমিস্ত্রির পরিবার।

মঙ্গলবার (২৬ মে) বিকালে উপজেলার কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামের বিলের মধ্যে একটি মাছের ঘেরের পাড় থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।

কমলেশ বাড়ৈর ভাই রবেণ বাড়ৈ দাবি করেন, কমলেশের  স্ত্রী সুবর্ণা বাড়ৈ (৪০) এর সঙ্গে প্রতিবেশী মাছের ঘের ব্যবসায়ী মম্মথ বাড়ৈর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও মনোমালিন্য হতো। এ ঘটনায় এলাকায় একাধিকবার সালিশ বৈঠক করা হয়। কিন্তু, এতেও কোনও কাজ হয়নি। সুবর্ণা পরকীয়া প্রেমিকের মাধ্যমে কমলেশকে হত্যার পরিকল্পনা করে। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কমলেশ নিখোঁজ হয়।

তিনি জানান, কমলেশের নিখোঁজের ঘটনায় গত ৩ মার্চ কোটালীপাড়া থানায় একটি জিডি করা হয়। জিডির সূত্রধরে পুলিশ তদন্তে নামে। গ্রামের বিভিন্ন জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।

এদিকে, মঙ্গলবার (২৬ মে) মন্মথের মাছের ঘেরপাড়ে গ্রামের বিপুল বাড়ৈ নামে এক লোক ঘাস কাটতে গিয়ে মাটি খুঁড়ে লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কমলেশের লাশ উদ্ধার করে।

রবেণ বাড়ৈ আরও দাবি করেন, সুবর্ণা  প্রেমিক মম্মথের সহযোগিতায় কমলেশকে হত্যা করে লাশ ঘের পাড়ে মাটি চাপা দিয়ে রাখে।

দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান নিহতের ভাই রবেণ।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পরে। এ ঘটনায় জড়িত  কমলেশের স্ত্রী সুবর্ণা বাড়ৈ, সুবর্ণার পরকীয়া প্রেমিক মম্মথ বাড়ৈর ভাই কৃষ্ণ বাড়ৈ, সহযোগী বিষ্ণু বাড়ৈ ও মম্মথর বন্ধু কালু বাড়ৈকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর কমলেশের স্ত্রী সুবর্ণা কমলেশের লাশ শনাক্ত করেন। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ওসি আরও জানান, প্রধান অভিযুক্ত মম্মথ বাড়ৈকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

 

/আইএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে