X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লকডাউনের দুদিন পরেই গার্মেন্ট কারখানা চালু!

বান্দরবান প্রতি‌নি‌ধি
২৭ মে ২০২০, ১৩:১৫আপডেট : ২৭ মে ২০২০, ১৩:৫২

লকডাউনের দুদিন পরেই গার্মেন্ট কারখানা চালু! বান্দরবানের একটি গার্মেন্টে করোনা রোগী শনাক্ত হওয়ার পর কারখানাটি লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। কিন্তু মাত্র দুই দিন পরেই কারখানাটি পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। কারখানাটি আবারও পুরোদমে চালু হওয়া‌তে জেলা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (২৭ মে) বান্দরবানের মেঘলায় অবস্থিত লুম্বিনী লিমিটেড নামে একটি সোয়েটার কারখানায় এই ঘটনা ঘটে। ওই কারখানার একজন শ্রমিক করোনায় আক্রান্ত হওয়ার পরপরই গত ২৫ মে রাতে তাকে বান্দরবান সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। এরপরই কারখানাটি লকডাউন করে এবং কারখানার পাঁচশতাধিক শ্রমিককে হোম কোয়ারেন্টিনে থাকার নিদের্শ দেয় প্রশাসন।

লুম্বিনী লিমিটেড এর ব্যবস্থাপক (প্রশাসন ও জনসংযোগ) মো. মফিজুল ইসলাম মামুন বলেন, ‘বান্দরবান জেলা প্রশাসনের অনুমতি নিয়ে সরকারি স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু হয়েছে। লুম্বিনী লিমিটেড একটি শতভাগ রফতানিমুখী পোশাক কারখানা। চার থেকে পাঁচটি ধাপে এখানকার কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া হয়। এতে আতঙ্কিত হবার কোনও কারণ নেই।’

লকডাউন ঘোষনার দুই দিনের মাথায় কারখানা আবার পুরোদমে কাজ চালুর বিষয়ে জানতে চাওয়া হলে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম হোসেন বলেন, ‘সরকারি নিদের্শনা মেনে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা কর্মীদের আলাদা করে নমুনা পরীক্ষা করে কোয়ারেন্টিন করার নিদের্শনা দেওয়া হয়েছে কারখানাটিকে। এছাড়াও সরকারি স্বাস্থ্যবিধি শতভাগ মানার শর্তেই কারখানাটি আবারও চালুর অনুমতি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কারখানার যে শ্রমিকটি আক্রান্ত হয়েছিল সেই সেকশনটি বন্ধ রাখা হয়েছে এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ চলছে।’

ত‌বে স্থানীয়দের দাবি, এতো সুরক্ষার ম‌ধ্যেও যে‌হেতু ক‌রোনা শনাক্ত হ‌য়ে‌ছে, ত‌বে আগামী‌তেও যে তা‌দের ম‌ধ্যে ক‌রোনা ছড়া‌বে না তার কোনও নিশ্চয়তা নেই। বান্দরবা‌নে ক‌রোনা মহামারী আকার ধারণ কর‌লে তার দায়ভার কে নি‌বে তা নি‌য়েও প্রশ্ন উঠেছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!