লোকালয়ে আসা একটি লজ্জাবতী বানরকে উদ্ধার করে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। শনিবার (৬ জুন) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেয়াকো এলাকা থেকে স্থানীয়রা বানরটিকে ধরে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কর্মকর্তা সায়েদুল আরেফিনকে জানানোর পর তিনি বানরটিকে উদ্ধার করে রবিবার সকালে চিড়িয়াখানায় পাঠিয়ে দেন।
ইউএনও বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বানরটি লোকালয়ে আসলে স্থানীয়রা ধরে ফেলেন। এরপর খবর পেয়ে আমি বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাকে অবহিত করি। পরে বিট পুলিশের মাধ্যমে উদ্ধার করে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠিয়ে দিয়েছি।’
এ সম্পর্কে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সদস্য সচিব রুহুল আমিন বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে খবর পেয়ে আমরা বানরটিকে চিড়িয়াখানায় নিয়ে আসার ব্যবস্থা করি। বর্তমানে বানরটি সুস্থ আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এগিয়ে না গেলে স্থানীয়রা বানরটিকে হয়তো মেরে ফেলতো।’ তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।