X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ জুন ২০২০, ০৫:৪২আপডেট : ১২ জুন ২০২০, ০৫:৪৪

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নারায়ণগঞ্জ, দিনাজপুর ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক ও এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়াও ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারানো বাস গাছের সঙ্গে ধাক্কা খাওয়ায় ১০ যাত্রী আহত হন।  

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইঘর এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মামুন সরকার (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মামুন সরকার ফতুল্লার ভূইঘরের বাসিন্দা আবু তাহেরের ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভূইঘর এলাকায় একটি মোটরসাইকেলকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই চালক মামুন সরকার নিহত হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার মামলা না করার সিদ্ধান্ত জানিয়েছে। পরে অনুমতি নিয়ে লাশটি বিনা ময়নাতদন্তে দাফনের উদ্দেশ্যে স্বজনরা নিয়ে গেছে।

হিলি প্রতিনিধি জানান, দিনাজপুরের নবাবগঞ্জে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ওপর থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) সকালে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারের পশ্চিমে হোলায়যানা নামক এলাকার সড়ক থেকে ওই বৃদ্ধের মরদহ উদ্ধার করা হয়। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে পুলিশ ধারণা করছে।

নবাবগঞ্জ থানার এসআই আব্দুল জলিল বাংলা ট্রিবিউনকে বলেন, সড়কের পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার মুখ থেতলানো। ধারণা করা হচ্ছে, মুখের ওপর দিয়ে ভারী যানবাহনের চাকা গেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়া প্রতিনিধি জানান, জেলার শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় সবুজ আহমেদ (৩২) নামে এক মোটর সাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মঙ্গলবার রাতে উপজেলার মোকামতলা বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

মোকামতলা পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সবুজ আহমেদ শিবগঞ্জ উপজেলার মোকামতলার শংকরপুর গ্রামের আকবর আলীর ছেলে।  আহতদের নাম  রকি ও খোকন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলার কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!