X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যমুনার দুই পারে বন্যার অবনতি, তিস্তায় কমেছে পানি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ জুন ২০২০, ২০:৩৩আপডেট : ২৯ জুন ২০২০, ২১:৩৬

বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা পরিস্থিতির অবনতি যমুনা নদীতে পানি বাড়তে থাকায় দুই পাশে বগুড়া ও জামালপুর জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চর ও নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে মানুষের আতঙ্ক ও দুর্ভোগ বেড়েছে। এদিকে উজান থেকে নেমে আসা ঢল কিছুটা কমায় নীলফামারীতে তিস্তা নদীর পানি কমেছে। সোমবার (২৯ জুন) ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

বগুড়া

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমবার বিভিন্ন ইউনিয়নের চরাঞ্চলের নিচু এলাকা নতুন করে তলিয়ে গেছে। বিকালে নদীতে পানি বিপদসীমার ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। তারা বন্যাদুর্গতদের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্র জানায়, সোমবার বিকাল ৩টায় সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। নদীতে পানি বৃদ্ধির কারণে চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, কুতুবপুর, চন্দনবাইশা, কাজলা কামালপুর ও সারিয়াকান্দি সদর  ইউনিয়নের চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। নদীতে পানি বৃদ্ধি হওয়ায় তীরবর্তী মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা পরিস্থিতির অবনতি

চালুয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী জানান, ভাঙনের মুখে পড়ে উত্তর মানিকদাইর, বিরামের পাঁচগাছি, উত্তর শিমুল তাইড়, সুজালেরপাড়া, আউচারপাড়া, বহুলাডাঙাসহ ১০ গ্রামের চার শতাধিক পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৪৭৬ হেক্টর জমির পাট, আউশ, ভু্ট্টা ও সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম জানান, বন্যায় পানিবন্দি মানুষের তালিকা তৈরি করা হচ্ছে। বরাদ্দ পেলে তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, গত কয়েকদিনে যমুনায় পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তবে নদীর তীর সংরক্ষণ প্রকল্প ও বন্যানিয়ন্ত্রণ বাঁধের অবস্থা ভালো আছে। বিকাল ৬টার দিকে মথুরাপাড়া পয়েন্ট যমুনা নদীর পানি বিপদসীমার ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জামালপুরে যমুনা তীরবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

জামালপুর

যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ৩০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। জামালপুরে যমুনা তীরবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

পানি বৃদ্ধির ফলে নতুন করে প্লাবিত হয়েছে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী, গুনারীতলা, চরপাকেরদহ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। সব মিলিয়ে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী ও বকশীগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বাড়িঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছে বিভিন্ন উঁচু সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানে। জামালপুরে যমুনা তীরবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুকনো খাবার, শিশুখাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বন্যার পানিতে পড়ে এখন পর্যন্ত জেলার মাদারগঞ্জ উপজেলার মির্জাপুরে সোহান নামে সাত বছরের এক শিশু মারা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত দুর্গত এলাকায় ৬০ মেট্রিক টন চাল ও নগদ ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী। জেলায় বন্যা কবলিতদের জন্য জরুরি সেবাদানের জন্য সাত উপজেলায় আটটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে । দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে ৪৬১টি। জামালপুরে যমুনা তীরবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

নীলফামারী

উজান থেকে নেমে আসা ঢলের প্রবাহ কমেছে। ফলে আজ সোমবার (২৯ জুন) পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এর আগে রবিবার (২৮ জুন) তিস্তার পানি ওই পয়েন্টে বিপদসীমার (৫২ দশমিক ৮০ সেন্টি.) ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। তিস্তা ব্যারাজ

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সর্বশেষ আজ বিকাল ৩টায় পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচে নেমে এসেছে। ফলে তিস্তা এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার নিচে নামলেও আমরা দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইসগেট (জলকপাট) খুলে রেখেছি।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!