X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

'নো মাস্ক নো সেলস'

হিলি প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ২০:৫৯আপডেট : ০২ জুলাই ২০২০, ২০:৫৯

ব্যবসায়ী নেতাদের সঙ্গে হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্তের বৈঠক দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে 'নো মাস্ক নো সেলস' কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে হাকিমপুর পৌরসভা কর্তৃপক্ষ। মাস্ক ছাড়া পণ্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে বলা হয়েছে। এই নির্দেশনা অমান্য করলে দোকান বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ৩টায় হাকিমপুর পৌরসভায় মেয়রের কার্যালয়ে হিলির সব শ্রেণির ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এই নির্দেশনা দেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। আগামী শনিবার (৪ জুলাই) থেকে এই নির্দেশাবলী কার্যকর হবে।

মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, 'করোনাভাইরাসের সংক্রমণ রোধে হিলিতে পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু দিন ধরে নো মাস্ক এন্ট্রি কর্মসূচি চালু রয়েছে। যার কারণে দিনাজপুরের অন্যান্য স্থানে করোনা আক্রান্ত বেশি হলেও হিলিতে  নেই বললেই চলে বা বেশ ভালো অবস্থা। এর পাশাপাশি আরও কীভাবে ভালো থাকা যায়, সে লক্ষ্যে আগামী শনিবার থেকে হিলিতে 'নো মাস্ক নো সেলস' নামক নতুন কর্মসূচি শুরু করা হবে। এ লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে তাদের বিষয়টি জানানো হয়েছে। মাস্ক ছাড়া ক্রেতা বা বিক্রেতা উভয়কে পণ্য ক্রয় বিক্রয় থেকে বিরত থাকতে বলা হয়েছে। যদি কোনও দোকানি এই নির্দেশনা অমান্য করেন সে ক্ষেত্রে শাস্তি স্বরুপ তার দোকানটি তিন দিন, পাঁচদিন বা সাত দিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। সেইসঙ্গে নিজেদের সুরক্ষার স্বার্থে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।'

জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলা হিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি তাছির উদ্দিন, সিপি দোকান মালিক সমিতির সভাপতি শাহিদ মল্লিক বাবু ও চারমাথাস্থ মোটরপার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম প্রধান।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ