X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২৭ জুলাই ২০২০, ১৩:৩৬আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৩:৪০

রোকনুজ্জামান রনি বগুড়া শহরে সন্ত্রাসীর ছুরিকাঘাতে আহত জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রোকনুজ্জামান রনি (৩৩) মারা গেছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৬ জুলাই) গভীর রাতে তিনি মারা যান। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত এ তথ্য জানান।

শান্ত দাবি করেন, পুলিশের সোর্স, মাদক ব্যবসায়ী ও শিবির ক্যাডার আবদুস সোবহান এ হামলার সঙ্গে জড়িত। তাকে গ্রেফতার করা হচ্ছে না। প্রয়োজনে এ ব্যাপারে কর্মসূচি দেওয়ার হুমকি দেন তিনি।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সোবহান পুলিশের সোর্স নয়। মারধরের একটি ঘটনার মীমাংসা করা নিয়ে এ ঘটনা ঘটেছিল।

পুলিশ, দলীয় সূত্র ও স্বজনরা জানান, রোকনুজ্জামান রনি বগুড়া শহরের মালগ্রাম এলাকার শাহাদত হোসেন সাজুর ছেলে। গত ১৮ জুলাই সন্ধ্যার দিকে আবদুস সোবহান তার সহযোগীদের নিয়ে রনির বাড়ির সামনে আসে। ফোনে বাড়ি থেকে ডেকে বের করে রনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। ভাগ্নে রিফাতউজ্জামান ছন্দ বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এরপর  রক্তাক্ত মামা-ভাগ্নেকে মোটরসাইকেলে তুলে নিয়ে মালগ্রাম দীঘিরপাড় এলাকায় ফেলে দেওয়া হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। ছন্দের শরীরে ১০ ব্যাগ রক্ত দিতে হয়। পরদিন রনির বড় বোন শারমিন আকতার রুমা সদর থানায় সোবহান, নোমান, রাকিবসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ রাকিবকে গ্রেফতার করে।

রুমা জানান, গত রোজার মধ্যে শহরের বাদুড়তলা থেকে ছেলের দুই বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। পাড়ায় আড্ডা দেওয়া নিয়ে মালগ্রামের নোমান ও রাকিবের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। বিষয়টি নিয়ে পুলিশের সোর্স সোবহান তার নিজের মতো করে বিচার করতে চায়। এতে রনি সাড়া না দেওয়ায় সোবহান ক্ষুব্ধ হয়। এর জের ধরে গত ১৮ জুলাই

রনি ও ছন্দকে বাড়ি থেকে ডেকে বের করে ছুরিকাঘাত করা হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আগের মামলার সঙ্গে হত্যার ধারা যোগ হবে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সনাতন চক্রবর্তী জানান, কিছুদিন আগে ছন্দ অসামাজিক কাজের জন্য মালগ্রাম কবরস্থানে নারী নিয়ে গিয়েছিল। স্থানীয়রা তখন ছন্দকে শাসন করেছিলেন। এ নিয়ে কয়েকদফা পাল্টাপাল্টি মারপিটের ঘটনা ঘটেছিল। সোবহান মূলত মীমাংসার চেষ্টা করেছিল। রনি ছুরিকাঘাতে নয়; অন্য কোনও রোগে মারা গেছে।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!