মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ১০টার দিকে মুন্সীগঞ্জের আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী সুজন মোল্লাকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে স্বামী সুজন মোল্লা ও স্ত্রী সেলিনা বেগমের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী সুজন মোল্লা তার স্ত্রী সেলিনা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয়রা বিষয়টি মুন্সীগঞ্জ সদর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে সেলিনা বেগমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এদিকে রাতেই অভিযান চালিয়ে জেলার টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় থেকে রাত দেড়টার দিকে ঘাতক স্বামী সুজন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সুজন দাবি করে, স্ত্রীর প্রেমের কারণে নিজে কীটনাশক পান করে স্ত্রীকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সে।
সুজন বলেন, আমাদের বিয়ে হয়েছে ৯ মাস আগে, এটি আমার দ্বিতীয় বিয়ে। বিয়ের ছয় মাস আমাদের সংসার ভালোই চলছিল। তিন মাস ধরে স্ত্রী আমার দূর সম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। বিষয়টি জেনে তাকে বলি, আমরা মুন্সীগঞ্জ ছেড়ে অন্য জায়গায় চলে যাবো, তারপরও সে আমার কথা শুনে না- আমার সঙ্গে খারাপ আচরণ করে। বাধ্য হয়ে আমি প্রথমে বিষ খেয়ে তাকে ঘরে থাকা বঁটি দিকে কুপিয়ে হত্যা করি। আমার আর কিছুই রইল না।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান, ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারী স্বামীকে গ্রেফতার করেছে। নিহতের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে আসামি সুজন মোল্লা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।