X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ: ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতিসহ ৪৮ জন জরিমানায় মুক্ত

বাগেরহাট প্রতিনিধি
০৩ আগস্ট ২০২০, ২০:২৩আপডেট : ০৩ আগস্ট ২০২০, ২২:২৯

 

সুন্দরবন পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জে সুপতি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইডে (বিশ্ব ঐতিহ্য এলাকা) লঞ্চ নিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম হোসেন ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের ৪৩ নেতাকর্মীসহ ৪৮ জনকে আটক করে বন বিভাগ। পরে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় বনমন্ত্রীর কাছে মোবাইল ফোনে ভুল স্বীকার করে ও জরিমানা দিয়ে সন্ধ্যায় ছাড়া পান ছাত্রলীগের আটক নেতাকর্মীরা।

সোমবার (৩ আগস্ট) সকালে তারা এমভি মায়ের দোয়া নামের একটি লঞ্চ নিয়ে শরণখোলা রেঞ্জ এলাকা দিয়ে বন বিভাগের সিগন্যাল না মেনে সুন্দরবনে অনুপ্রবেশ করেন বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নুল আবেদীন জানান, করোনাকালে সুন্দরবনে সব ধরনের পর্যটনসহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। এমনিতেই সুন্দরবনে সব ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ।
এ অবস্থায় সকালে লঞ্চ নিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম হোসেনসহ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের ৪৩ নেতাকর্মী এমভি মায়ের দোয়া নামের একটি লঞ্চে করে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে শরণখোলা রেঞ্জ দিয়ে সুন্দরবনে অনুপ্রবেশ করেন।

তিনি আরও বলেন, এ সময় বন বিভাগ সিগন্যাল দিলেও তারা তা মানেননি। পরে বন বিভাগ তিনটি বোট নিয়ে ধাওয়া করে সুপতি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইডে গিয়ে লঞ্চের পাঁচ জন স্টাফসহ তাদের আটক করে। পরে তারা মোবাইল ফোনে বনমন্ত্রীর কাছে ভুল স্বীকার করেন। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনুপ্রবেশকারীরা বনে প্রবেশের নির্ধারিত ফি'র তিনগুণ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা পরিশোধ করেন। পরে সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বর্ষার আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, মোকাবিলায় যা করছে ডিএনসিসি
বর্ষার আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, মোকাবিলায় যা করছে ডিএনসিসি
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি