X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কারিগরদের সামনে আনতে কমিশন গঠনের দাবি

সাভার প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ২২:৩০আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০০:০২




শ ম রেজাউল করিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্যের কারিগরদের তথ্য সামনে নিয়ে আসতে এখনই একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

মন্ত্রী বলেন, ‘সরকারের কাছে সব সময় দাবি জানাচ্ছি, একটি হাই পাওয়ার কমিশন গঠন করতে হবে। যে কমিশন খুঁজে বের করবে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কারা ছিল, কারা সিচ্যুয়েশন তৈরি করেছিল এবং কারা এর বেনিফিশিয়ারি ছিল? কাদের দায়িত্ব ছিল, সেই সময় এগুলো ঠেকাবার, তা না করে তারা নিশ্চুপ ছিল? সবার আদ্যোপান্ত তথ্য-উপাত্ত সামনে নিয়ে আসতে হবে।’

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কারিগরদের সামনে আনতে কমিশন গঠনের দাবি শ ম রেজউল করিম বলেন, ‘এটা হবে ইতিহাসের একটি গোল্ডেন রেকর্ড। যে রেকর্ড থেকে আমাদের নতুন প্রজন্ম জানতে পারবে জাতির শ্রেষ্ঠ সন্তানকে হত্যার সময় প্রত্যক্ষ-পরোক্ষভাবে কারা জড়িত ছিল? কারা দায়িত্ব পালন করেন নাই, কারা সুবিধাভোগী ছিল, আর কীভাবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে একটি পাকিস্তানি ভাবধারার দেশে পরিণত করার চেষ্টা করা হয়েছিল? এই নরঘাতক, ষড়যন্ত্রকারী ও বিশ্বাসঘাতকদের স্বরূপ উন্মোচন করার জন্য এখনই উপযুক্ত সময় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠন করার।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলের সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ