যশোরের ঝিকরগাছার নাভারণ পুরাতন বাজারে অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে বাহার আলী (৩৪) নামে ওই যুবককে করা হয়। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।
বাহার সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে ঝিকরগাছা থানার পুলিশ সদস্যরা ওই এলাকার আশিক নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ভাড়াটিয়া বাহারকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করা হয়।
ওসি জানান, বাহারকে অস্ত্র আইনে মামলা দিয়ে আজ দুপুরে কোর্টে পাঠানো হবে।