X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্রজেক্টের টাকায় বাড়ি করলেন ইউপি চেয়ারম্যান!

কিশোরগঞ্জ প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৫




চেয়ারম্যানের কক্ষে তালা দেন ইউনিয়ন পরিষদের ক্ষুব্ধ সদস্য ও স্থানীয়রা কিশোরগঞ্জের কটিয়াদীর লোহাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার উদ্দিন ভূঁইয়া রতনের বিরুদ্ধে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) টাকা দিয়ে বাড়ি করার অভিযোগ উঠেছে। এসব টাকা প্রজেক্টের সভাপতি বা সংশ্লিষ্টদের না দিয়ে নিজের ইচ্ছেমতো খরচ করেছেন বলে অভিযোগ করেছেন ইউপি সদস্যরা। টাকা না পাওয়ায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ক্ষুব্ধ ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকাবাসী চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে উপজেলার লোহাজুড়ি ইউনিয়নে ১১টি প্রকল্পের জন্য ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সেই কাজ বাস্তবায়ন হয় ২০১৯-২০২০ অর্থবছরে। এসব প্রকল্পের সভাপতি সংশ্লিষ্ট ইউপি সদস্যরা। কিন্তু প্রকল্পের নিয়ম অনুযায়ী এইসব টাকা যৌথ স্বাক্ষরে ব্যাংক থেকে উত্তোলন করেন চেয়ারম্যান, ইউপি সচিব ও একজন নারী ইউপি সদস্য। অভিযোগ উঠেছে, ইউপি চেয়ারম্যান আতাহার উদ্দিন ভূঁইয়া রতন ব্যাংক থেকে প্রকল্পের ১২ লাখ ২০ হাজার উঠিয়ে সভাপতি বা সংশ্লিষ্টদের দেননি। তিনি এসব টাকা এলাকায় বাড়ি কেনায় ব্যয় করেছেন।

ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রশিদ অভিযোগ করেন, এ বছরের জুলাই পর্যন্ত তিনি ব্যাংক থেকে টাকাগুলো উঠিয়ে নেন। ঘটনা জানাজানি হয়ে গেলে প্রকল্প সংশ্লিষ্টরা চেয়াম্যানের কাছে বরাদ্দের টাকা চায়। তবে তিনি নানা অজুহাতে ঘুরাতে থাকেন। আজ পুরো টাকা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু চেয়াম্যান টাকা নিয়ে ইউনিয়ন পরিষদে না যাওয়ায় ক্ষিপ্ত ইউপি সদস্যরা এলাকার লোকজন নিয়ে তার কক্ষে তালা ঝুলিয়ে দেন।

চেয়ারম্যানের কক্ষে তালা দেন ইউনিয়ন পরিষদের ক্ষুব্ধ সদস্য ও স্থানীয়রা এদিকে ব্যক্তিগত কাজে এলজিএসপির টাকা ব্যয় করার অভিযোগ স্বীকার করেছেন লোহাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার উদ্দিন ভূঁইয়া রতন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ইউপি সদস্যরা যে পরিমাণ টাকা দাবি করছেন, টাকার অঙ্কটা এত হবে না। তাদের বিভিন্ন সময় কিছু কিছু টাকা দেওয়া হয়েছে। বাকি টাকাও পরিশোধ করা হবে।

তিনি আরও বলেন, ‘বাড়ি করার সময় টাকার সমস্যা হওয়ায় প্রকল্পের টাকাটা খরচ করে ফেলেছি।’

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকতারুন নেছার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এলজিএসপির টাকা আত্মসাতের কোনও অভিযোগ আমি পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেবো। আর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টিও কেউ আমাকে জানায়নি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ