X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ঘুরে দাঁড়াচ্ছে নরসিংদীর দেশীয় বস্ত্রশিল্প

আসাদুজ্জামান রিপন, নরসিংদী
১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৩২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৯

ঘুরে দাঁড়াচ্ছে নরসিংদীর দেশীয় বস্ত্রশিল্প করোনা দুর্যোগের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে নরসিংদী দেশীয় বস্ত্রশিল্প। দীর্ঘদিন লকডাউন ও অর্থনৈতিক মন্দাভাবের ফলে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোয় উৎপাদন শুরু হওয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য। এছাড়া দেশের বাইরে থেকে অবৈধ পথে কাপড় আমদানি বন্ধ থাকায় দেশে তৈরি সব ধরনের কাপড়ের চাহিদা বেড়েছে। তবে সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলেও এই জেলার টেক্সটাইল, ডাইংসহ দেশীয় বস্ত্রশিল্পের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো এই সুবিধার আওতায় আসেনি বলে অসন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। নরসিংদীর দেশীয় বস্ত্রশিল্প

সরেজমিনে ঘুরে ও শিল্পমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নরসিংদী জেলায় রয়েছে ছোট বড় পাঁচ হাজার কাপড়ের কারখানা। ব্যবসায়ীদের তথ্যমতে, দেশের অভ্যন্তরীণ কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ পূরণ করে থাকে নরসিংদীর বস্ত্রশিল্প। এখানকার বেশিরভাগ বস্ত্র ব্যবসায়ী বংশপরম্পরায় কাপড় উৎপাদনে জড়িত। দেশের অন্যতম পাইকারি কাপড়ের হাট প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখের চর বাবুরহাটের অবস্থানও এই জেলায়।

এক সময় প্রায় প্রত্যেক গ্রামেই হস্তচালিত তাঁতের মাধ্যমে বুনা হতো শাড়ি, লুঙ্গি, গামছা, বিছানার চাদর। কালের বিবর্তনে হস্তচালিত তাঁতকল বিলুপ্ত হতে শুরু করে। এখন এ জেলায় উন্নত প্রযুক্তির যন্ত্রচালিত তাঁতে তৈরি হচ্ছে থ্রি-পিস, শার্টপিস, শাড়ি, লুঙ্গি, গামছা, বিছানার চাদরসহ অন্যান্যসব দেশীয় কাপড়। ঘুরে দাঁড়াচ্ছে নরসিংদীর দেশীয় বস্ত্রশিল্প

করোনা পরিস্থিতির শুরুতে বন্ধ হয়ে পড়ার পর সরকারি সিদ্ধান্তে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে চালু করা হয় নরসিংদীর বস্ত্রকারখানাগুলো। জুন মাসের শুরু থেকে আংশিকভাবে শুরু হয় উৎপাদন। পর্যায়ক্রমে দেশীয় কাপড়ের চাহিদা বাড়তে থাকায় গত দুই মাসে (জুলাই ও আগস্ট) উৎপাদনে ফিরেছে জেলার প্রায় ৮০ ভাগ কারখানা।

আমদানির বাইরেও সারা বছরজুড়ে অবাধে অবৈধ পথে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান ও চীনসহ বিভিন্ন দেশ থেকে আসতো অনেক কাপড়। এতে প্রতিযোগিতার মুখে পড়ে লোকসানে পড়তে হচ্ছিলো দেশীয় বস্ত্রশিল্পকে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে অবৈধ পথে কাপড় আসা কমে যাওয়ায় চাহিদা বেড়েছে স্থানীয় সব ধরনের কাপড়ের। ‘প্রাচ্যের ম্যানচেস্টার’ বলে খ্যাত শেখের চর-বাবুরহাটেও জমে উঠেছে দেশীয় তৈরি সবধরনের কাপড়ের বেচাকেনা। এতে করোনার ধাক্কা কাটিয়ে জেলার সব বস্ত্রকারখানায় পুরোদমে উৎপাদন শুরু করা যাবে বলে আশাবাদী শিল্পমালিকরা।  ঘুরে দাঁড়াচ্ছে নরসিংদীর দেশীয় বস্ত্রশিল্প

তবে বস্ত্রশিল্প মালিকরা জানান, সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা হলেও নরসিংদী জেলার টেক্সটাইল, ডাইংসহ দেশীয় বস্ত্রশিল্পের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো এই সুবিধার আওতায় আসেনি। এছাড়া ব্যাংকগুলোর স্থানীয় শাখা কর্তৃপক্ষের অনাগ্রহ ও অসহযোগিতার কারণে বিপাকে রয়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। দেশীয় বস্ত্রশিল্পকে বাঁচিয়ে রাখতে ক্ষুদ্র ও কুটির শিল্পের আওতায় সরকারের প্রণোদনার দাবি জানান ব্যবসায়ীরা। ঘুরে দাঁড়াচ্ছে নরসিংদীর দেশীয় বস্ত্রশিল্প

নরসিংদীর মোল্লা স্পিনিং মিলস এর পরিচালক রাশিদুল হাসান রিন্টু বলেন, টেক্সটাইল, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, উইভিংসহ দেশিয় বস্ত্রশিল্পের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের ছোটবড় কারখানায় পুরোদমে কাজ চলছে। করোনা মোকাবিলার পাশাপাশি বেশিরভাগ কারখানায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে। সুতার চাহিদাও বেড়েছে।    

নরসিংদী ডাইং অ্যান্ড প্রিন্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব উদ্দিন ভুইয়া বলেন, ‘করোনায় উৎপাদন বন্ধ থাকায় থ্রিপিস, থান, প্রিন্টিং, পপলিন, ভয়েল কাপড়সহ দেশীয় বস্ত্রের চাহিদা হঠাৎ করে বেড়ে গেছে। সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করায় বৃহত্তর শিল্পগুলো তা পেয়েছে। তবে এই জেলার টেক্সটাইল, ডাইংসহ দেশীয় বস্ত্রশিল্পের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি কারখানা মালিকরা এই প্রণোদনা সুবিধা থেকে বঞ্চিত। ৭০ ভাগ কাপড়ের চাহিদার যোগানদাতা দেশীয় বস্ত্রকারখানাগুলোকে প্রণোদনার আওতায় আনার দাবি জানাচ্ছি।’ নরসিংদীর দেশীয় বস্ত্রশিল্প

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির বলেন, ‘দেশীয় বস্ত্রশিল্পের প্রায় ৬০ ভাগ চালু হয়েছে। বাকিটা চালু হতে আরও সময় লাগবে। স্থানীয় ব্যাংকগুলোর কিছুটা অনাগ্রহী মনোভাব রয়েছে। শিল্পমালিকদেরও অনেকের কাগজপত্র সমস্যা থাকাসহ বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এসব শিল্পের প্রণোদনা প্রাপ্তিটা সন্তোষজনক নয়।’ নরসিংদীর দেশীয় বস্ত্রশিল্প

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সহসভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘করোনার কারণে বস্ত্রশিল্প এক ক্রান্তিকাল অতিক্রম  করেছে। এখন করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। এই সময়ের একটি ইতিবাচক দিক হচ্ছে লকডাউনের কারণে অবৈধ পথে দেশের বাইরে থেকে কাপড় আসা বন্ধ থাকায় দেশে তৈরি কাপড়ের চাহিদা বেড়েছে। করোনা পরবর্তী সময়ে যেন এসব কাপড় আমদানি না হয় সেদিকে সরকারে দৃষ্টি কামনা করছি।’ নরসিংদীর দেশীয় বস্ত্রশিল্প

তিনি বলেন, ‘এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ ঘোষণা একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্যাকেজটি যদি সুষ্ঠুভাবে বিতরণ হয় এবং প্রান্তিক পর্যায়ের বস্ত্রশিল্প মালিকরা পান, তাহলে আবার শিল্পসমৃদ্ধ নরসিংদী জেলা অবশ্যই ঘুরে দাঁড়াবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন