X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

যমুনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের দুই স্ত্রী ও বান্ধবীর হিসাব জব্দ

বগুড়া প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ১৯:০২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২১:৫১

যমুনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের দুই স্ত্রী ও বান্ধবীর হিসাব জব্দ


১২ কোটির বেশি টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার যমুনা ব্যাংক বগুড়া শাখার সাবেক ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) সওগাত আরমানের দুই স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ ও একজনের ফ্ল্যাট ক্রোক করা হয়েছে। এছাড়া তার বান্ধবী ব্যাংকের প্রধান কার্যালয়ের ফার্স্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট নিগার সুলতানার ব্যাংক হিসাব জব্দ হয়েছে। তদন্ত কর্মকর্তা দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ নরেশ চন্দ্র সরকার সোমবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে আদেশ দেন।

দুদকের স্পেশাল পিপি আবুল কালাম আজাদ এর সত্যতা নিশ্চিত করেছেন। এজাহার সূত্রে জানা যায়, সওগাত আরমান রংপুর জেলা সদরের কামালকাসনা এলাকার মোহতাছিম বিল্লাহর ছেলে। তিনি ২০১৭ সালের ১১ অক্টোবর যমুনা ব্যাংক বগুড়া শাখায় ব্যবস্থাপক পদে যোগ দেন। তিনি কর্মরত থাকাকালে বিভিন্ন সময়ে জালিয়াতির মাধ্যমে অন্যের ব্যাংক হিসাবে ১২ কোটি ১৬ লাখ টাকা স্থানান্তর করেন। এরমধ্যে তার বড় স্ত্রী জহুরা সেতারা খানমের যমুনা ব্যাংক রংপুর শাখার ৮টি হিসাবে প্রায় ৪০ লাখ, দ্বিতীয় স্ত্রী নাজিয়া জাহানের নামে ওয়ান ব্যাংক বগুড়া শাখায় ৩৯ লাখ ৮৭ হাজার ও বান্ধবী যমুনা ব্যাংক ঢাকায় প্রধান কার্যালয়ের ফার্স্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট নিগার সুলতানার মার্কেন্টাইল ব্যাংক ঢাকা প্রধান শাখায় প্রায় ৫০ লাখ টাকা জমা করেন। এছাড়া দ্বিতীয় স্ত্রী নাজিয়া জাহানের নামে বগুড়া শহরের কাটনারপাড়ায় একটি ফ্ল্যাট কেনেন।

দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, যমুনা ব্যাংক বগুড়া শাখার ব্যবস্থাপক সওগাত আরমানের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের মোটা অংকের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। স্থানীয়ভাবে অভিযোগের পরিপ্রেক্ষিতে দীর্ঘ অনুসন্ধান করে তার বিরুদ্ধে ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের সত্যতা পাওয়া যায়। গত ২৮ জুলাই রাতে তাকে বগুড়া শহরের বড়গোলা মোড়ে ব্যাংকের বগুড়া শাখা থেকে গ্রেফতার করা হয়। পরদিন সদর থানায় তার বিরুদ্ধে মামলার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়।

সহকারী পরিচালক আমিনুল ইসলাম আরও জানান, তদন্তে এখন পর্যন্ত সাবেক ব্যবস্থাপক সওগাত আরমানের দুই স্ত্রী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বান্ধবীর হিসাবে টাকা ও ছোট স্ত্রীর বগুড়া শহরের কাটনারপাড়ায় ফ্ল্যাট থাকার তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে গত রবিবার বগুড়ার সিনিয়র স্পেশাল জজ  (জেলা ও দায়রা জজ) আদালতে তিন জনের ব্যাংক হিসাব জব্দ ও একজনের ফ্ল্যাট ক্রোকের আবেদন করা হয়। সোমবার বিচারক নরেশ চন্দ্র সরকার ব্যাংক হিসাব জব্দ ও ফ্ল্যাট ক্রোকের আদেশ দেন। বর্তমানে সওগাত আরমান, তার দুই স্ত্রী ও বান্ধবীর আরও ব্যাংক হিসাব এবং সম্পদের অনুসন্ধান চলছে। এ বিষয়ে তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান আমিনুল ইসলাম।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন