X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

রায়পুরায় শিশুসহ ৬ জন টেঁটাবিদ্ধ

নরসিংদী প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ২০:০১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২০:০২

নরসিংদী নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ ছয় জন টেঁটাবিদ্ধ হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামে এই টেঁটাযুদ্ধের ঘটনা ঘটে। এই ঘটনায় টেঁটাবিদ্ধ ছয় জনের মধ্যে পাঁচ জনের নাম জানা গেছে। তারা হলেন, উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের মো. শাহাদৎ (১৮), মো. জাকির মিয়া (৪০), জীবন মিয়া (২০), জুনায়েদ (৯) ও নীলু মিয়া (৪৫)। টেঁটাবিদ্ধদের প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাদের মধ্যে প্রথম চার জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। টেঁটাযুদ্ধের সময় এলাকায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গত ১৩ মে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. নুরুল হক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবদুল্লাপুর গ্রামের ফরহাদ হোসেন ওরফে স্বপন ও মো. কাঞ্চন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কিছুদিন পরপরই দুই পক্ষ পরস্পর টেঁটা, বল্লম, দা, ছুরি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত দুদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। পরে সোমবার সকাল ১১টার দিকে হঠাৎ করেই দুই পক্ষের লোকজন টেঁটা, বল্লম, দা, ছুরি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় দুই পক্ষের ছোড়া টেঁটায় ছয় জন বিদ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা আরও জানান, দুই পক্ষের লোকজনই রবিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কথা দিয়েছিল সংঘর্ষের কোনও ঘটনা ঘটবে না। কিন্তু কথা দিলেও দুই পক্ষই ভেতরে ভেতরে উত্তেজিত অবস্থায় ছিল।

সংঘর্ষের বিষয়ে জানতে ফরহাদ হোসেন ও কাঞ্চন মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ১০ মাস আগে ফরহাদ হোসেন গ্রুপের সমর্থকরা কাঞ্চন মিয়ার ওপর হামলার ঘটনা ঘটায়। সে সময় কাঞ্চনের মাথায় কোপ দেওয়াসহ ব্যাপক মারধর করা হয়। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে ফেরেন তিনি। এর প্রতিশোধ নিতে গত এপ্রিলের শেষ দিকে কাঞ্চনের লোকজন ফরহাদ হোসেনের কর্মী সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ টেঁটাযুদ্ধে লিপ্ত হয়। পরবর্তীতে গত ১৩ মে সকালে দুটি পক্ষ টেঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়। এ ধারাবাহিকতায় সোমবার আবার তারা টেঁটাযুদ্ধে লিপ্ত হন।

চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, ফরহাদ হোসেন স্বপন ও মো. কাঞ্চন মিয়া দুজনেরই দলীয় কোনও পদ না থাকলেও তারা আওয়ামী লীগের রাজনীতি করেন। এরই মধ্যে বেশ কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষ ও টেঁটাযুদ্ধের ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন সময় দুই পক্ষের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আমরা বেশ কয়েকবারই দুই পক্ষকে নিয়ে বসে সমস্যা সমাধানের চেষ্টা করেছি কিন্তু তারা এতে কোনও পক্ষেরই আগ্রহ দেখতে পাইনি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় ফরহাদ হোসেন স্বপন গ্রুপের পাঁচ জন ও মো. কাঞ্চন মিয়া গ্রুপের একজন টেঁটাবিদ্ধ হয়েছেন। তাদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!