X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সাভারে ডেকে এনে তরুণীকে ধর্ষণ, আটক ৬

সাভার প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৬

সাভার সাভারে প্রেমের অভিনয় করে বিয়ের কথা বলে ডেকে নিয়ে এক তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার কথিত প্রেমিকসহ ৬ জনকে গ্রেফতার করে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হলে তরুণীর কথিত প্রেমিক সাকিবুর রহমান রিফাত (২০) ধর্ষণের কথা স্বীকার করেছে। বাকিরা ধর্ষণে সহযোগিতার কথা স্বীকার করেছে। আদালত ৬ আসামিকেই জেল হাজতে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে রবিবার রাতে সাভারের হেমায়েতপুর এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, অভিযুক্ত ধর্ষণকারী ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বিষ্ণপুর গ্রামের মতিউর রহমানের ছেলে কথিত প্রেমিক সাকিবুর রহমান রিফাত (২০)। তাকে সহযোগিতাকারী পাঁচ দুর্বৃত্ত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার মিনিবাজার গ্রামের মমিন মিয়ার ছেলে বাবু (২৬), একই থানার বমপুর গ্রামের তহুরুল ইসলামের ছেলে ইউসুফ আলী (১৯), একই জেলার ভোলাহাট থানার পীরগাছি বাজার এলাকার মহিবুল হকের ছেলে সোহেল রানা (৩০), একই থানার বারইপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মাইনুল ইসলাম (৩০) ও সদর থানার নামোরাই হাজিপাড়া গ্রামের নুরুল হুদার ছেলে মোকারম মিয়া (২৬)।

পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্ত সাকিবুর রহমান রিফাতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে রবিবার বিকেলে সাভারের একটি এলাকার বাসা থেকে ওই তরুণীকে ডেকে হেমায়েতপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। বিকেলে তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা শেষে সন্ধ্যার সময় কৌশলে হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই থাকা তার আরও ৫ বন্ধুর সহায়তায় ওই তরুণীকে ধর্ষণ করে সাকিবুর রহমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন অ্যান্ড কমিউনিটি পুলিশ) মোহাম্মদ আল-আমিন তালুকদার বলেন, ধর্ষণের ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতার ছয় আসামিকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হলে রিফাত ধর্ষণের কথা স্বীকার করে। বাকি পাঁচ যুবক আদালতের বিচারকের কাছে ওই ধর্ষণে সহযোগিতা করেছে বলে স্বীকার করে। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন