X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে হিলিতে জনদুর্ভোগ

হিলি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:০০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:০০






বৃষ্টির পানিতে ডুবে গেছে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ দিনাজপুরের হিলিতে বৈরি আবহাওয়ার কারণে গত দুই দিন ধরে টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে স্কুল, কলেজসহ বিভিন্ন নিম্মাঞ্চল পানিবন্দি হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা।
দুই দিন ধরে হিলিতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ফলে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজসহ ওই এলাকায় হাঁটুপানি জমে গেছে। একইভাবে চন্ডিপুরের কিছু এলাকার সড়কে পানি জমে মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।
কলেজ এলাকার বাসিন্দা লুৎফর রহমান বলেন, দুই দিন ধরে বৃষ্টিপাতের কারণে আমরা কলেজ এলাকার বাসিন্দারা চরম বিপদের মধ্যে আছি। সেই সঙ্গে ভারত থেকে আসা পানি বিপদ আরও বাড়িয়ে তুলছে। এখন বৃষ্টি দেখলেই ভয় লাগে যে, এবার জলাবদ্ধতার মধ্যে পড়তে হবে। সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই বাড়ির আশেপাশসহ সব কিছু পানিতে ডুবে যায়। গত দুদিন ধরে বৃষ্টি হওয়ায় বন্যার মতো অবস্থা তৈরি হয়েছে। কলেজ প্রাঙ্গনসহ আমাদের বাড়িঘরের আশেপাশে হাঁটু পানি জমে গেছে। বাড়িতে যাওয়ার কোনও উপায় নেই। পানি ভেঙে বাড়ি থেকে বের হতে বা বাড়িতে যেতে হচ্ছে। এতে করে খুব সমস্যার মধ্যে পড়ছি।
চন্ডিপুর এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, দুই দিন ধরে বৃষ্টির কারণে স্কুলের পেছনের চন্ডিপুর সড়কে হাঁটু পানি জমে গেছে। পায়ে হেঁটে চলাচল করার কোনও উপায় নেই, বের হলেই পানি। যার কারণে ভ্যান রিকশা নিয়ে চলাচল করতে হচ্ছে।
হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, পৌরসভার বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের জন্য বর্ষা মৌসুমের আগেই হিলির বিভিন্ন এলাকায় অবস্থিত ড্রেনগুলো পরিষ্কার করা হয়েছে। বিশেষ করে ওই অঞ্চলের জলাবদ্ধতা সৃষ্টির মূল কারণ হলো ভারত থেকে আসা পানি। জনগনের ভোগান্তি নিরসনকল্পে প্রকল্প দেওয়া রয়েছে। পাশ হলেই কাজ শুরু হবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত: বাংলাদেশ এলডিপি
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত: বাংলাদেশ এলডিপি
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল