X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

সুরতহাল করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ময়না তদন্ত শেষে এজারুলের দাফন সম্পন্ন

রংপুর প্রতিনিধি
০১ অক্টোবর ২০২০, ০৪:১০আপডেট : ০১ অক্টোবর ২০২০, ০৪:১৬

নির্বাহী ম্যাজিস্ট্রেটের সুরতহাল তৈরির পূর্বমুহূর্ত

রংপুরের গঙ্গাচড়া থানায় পুলিশ হেফাজতে নিহত এজারুলের লাশের সুরত হাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সম্পন্ন করে হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। সন্ধ্যা সাড়ে সাতটায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। রংপুরের গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বিকেলে রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের উপস্থিতিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেথ হাউজে এজারুলের লাশের সুরতহাল করা হয়। ম্যাজিস্ট্রেট শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে কিনা নিজে পর্যবেক্ষণ করে বিস্তারিত সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন।

তবে এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

পরে বিকেল সাড়ে পাঁচটায় রংপুর মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

নিহত এজারুলের ছোট ভাই জানারুল ইসলাম জানান, আমরা ভাইয়ের মরদেহ পুলিশের কাছ থেকে পেয়ে সরাসরি আমাদের বাসায় নিয়ে যাই। সেখানে লাশের গোসল সম্পন্ন হওয়ার পর স্থানীয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বিপুল সংখ্যক মানুষ জানাজায় শরিক হন। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত এজারুলের শ্বশুর মোবারক আলী জানান, জানাজার আগে এজারুলকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে দাবি করে বিচার চেয়ে  বক্তব্য দেন নিহতের ছোট ভাই জানারুল।

এদিকে গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার রাত সাড়ে আটটায় বাংলা ট্রিবিউনকে জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়। ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এক প্রশ্নের উত্তরে ওসি জানান যেহেতু রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মেট্রোপলিটন এলাকায় সে কারণে কোতয়ালি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: 

থানায় আনার তিন ঘণ্টার মধ্যে আসামির মৃত্যু!

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট