X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

২ মাস ধরে নিজ বাড়িতে অবরুদ্ধ, জনপ্রতিনিধিকে বলেও মেলেনি প্রতিকার

হিলি প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ১৩:৪৫আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৩:৪৬

দেয়াল টপকে আসা-যাওয়া করেন পরিবারটি



গত দুইমাস ধরে নিজ বাড়িতেই অবরুদ্ধ জীবনযাপন করছে অসহায় এক বৃদ্ধার পরিবার। বাড়ির প্রবেশ পথের সামনে ইটের দেয়াল করে চলাচলের পথ আটকে দিয়েছেন প্রতিবেশী। দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। প্রতিকারের আশায় উপজেলা চেয়াম্যান, ইউএনওর কাছে ধরনা দিয়েও কোনও ফল হয়নি।

সরেজমিনে কাটলা এলাকায় দেখা যায়, ষাটোর্দ্ধ জবেদা বিবির বাড়ির প্রধান গেটের সামনে প্রাচীর করছে কাটলা ইউনিয়ন ভূমি অফিস। অন্যদিকে চলাচলের রাস্তা থাকলেও প্রতিবেশী শাহানাজ পারভীন সেখানে ইটের প্রাচীর নির্মাণ করায় এখন পুরোপুরি অবরুদ্ধ জবেদা বিবির পরিবার। নির্মাণাধীন ভূমি অফিসের ৩-৪ ফুট উচ্চতার দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করতে হচ্ছে তাদের।
জবেদা বিবি জানান, এতদিন স্বাভাবিকভাবে চলাচল করলেও বাড়ির প্রধান দরজার সামনে ভূমি অফিস এবং প্রতিবেশী শাহানাজ প্রাচীর তৈরি করায় তাকে দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করতে হয়। এভাবে চলাচল করতে গিয়ে কয়েকবার দুর্ঘটনায় পড়তে হয়েছে।

ভূমি অফিসের দেয়াল টপকে আসা-যাওয়া করেন পরিবারটি

তার ছেলে নাসির উদ্দিনের অভিযোগ, ভূমি অফিসের পেছনের দিকে রাস্তা দেওয়া হলেও প্রতিবেশী শাহানাজ রাতারাতি দেয়াল তুলে তাদের অবরুদ্ধ করে রেখেছেন। অথচ ওই জায়গাটি শাহানাজের প্রয়াত মুক্তিযোদ্ধা বাবার কাছ থেকে ২৫ হাজার টাকায় কেনা হয়েছিল। সেই দলিলে শাহানাজেরও স্বাক্ষরও আছে।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে উপজেলা চেয়াম্যান ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেও কোনও বিচার পাচ্ছি না। প্রায় দুই মাস ধরে নতুন-নতুন তারিখ দিয়ে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। অথচ তারা কোনও বিচার করছেন না।
স্থানীয় বাসিন্দা বকুল হোসেন, মোখলেছার রহমান, মমিনুল ইসলাম জানায়, অনতিবিলম্বে বৃদ্ধার ও তার পরিবারের চলাচলের রাস্তার ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

ভূমি অফিসের দেয়াল টপকে আসা-যাওয়া করেন পরিবারটি
এবিষয়ে শাহানাজ বলেন, ‘সেখানে প্রাচীর নির্মাণ করে তার ব্যবহৃত স্কুটি (মোটরসাইকেল) রাখার ঘর নির্মাণ করা হয়েছে। আমার জায়গায় আমি কাউকে ব্যহার করতে দেবো না।’ তবে তিনি স্বীকার করেন তার বাবার কাছে ২৫ হাজার টাকার বিনিময়ে জায়গাটির পজিশন বিক্রি করেছেন। যা রেজিস্ট্রি করা হয়নি।
এ বিষয়ে বিরামপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইসাহাক আলী মন্ডল বলেন,  ‘মুক্তিযোদ্ধার পরিবারের কেউ অপরাধ করলে তার বিচার হবে না তা হতে পারে না। আইন সবার জন্যই সমান। মুক্তিযোদ্ধার কন্যা হয়ে শাহানাজের কাজটি করছে তা মুক্তিযোদ্ধাদের জন্য লজ্জাজনক।’

ভূমি অফিসের দেয়াল টপকে আসা-যাওয়া করেন পরিবারটি
এবিষয়ে বিরামপুর উপজেলা চেয়াম্যান খায়রুল আলম রাজু বলেন, বাড়ির সামনে প্রাচীর নির্মাণ করে রাস্তা বন্ধ করার বিষয়টি অমানবিক। শাহানাজ প্রয়াত মুক্তিযোদ্ধার মেয়ে। এ কারণে সমাধান হতে খানিকটা বিলম্ব হচ্ছে। তাবে উভয়ের সঙ্গে আলোচনা চলছে। একটু সময় লাগছে এই আরকি।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!