X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যশোর সদরকে স্মার্ট উপজেলায় রূপান্তর করতে হবে: কাজী নাবিল

যশোর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ২৩:০২আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২৩:২৪

উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথি কাজি নাবিল আহমেদের সঙ্গে অন্যরা যশোর সদরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কথায় নয়, কাজের মাধ্যমে যোগ্যতার প্রমাণ দিতে হবে। অতীতে যশোর সদর উপজেলা নিয়ে কাজের চেয়ে কথা হয়েছে বেশি। এখন স্বচ্ছতার সঙ্গে সবাইকে সমন্বিতভাবে কাজ করে সদরকে স্মার্ট উপজেলায় রূপান্তর করতে হবে। এই কাজে সব ধরনের সহযোগিতা আমি করবো।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন কাজী নাবিল আহমেদ।

তিনি বলেন, ‘উপজেলা পরিষদ হচ্ছে উন্নয়নের জায়গা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করছেন। এ জন্য গুরুত্বসহকারে বরাদ্দ দেওয়া হচ্ছে। কিন্তু জনগণের কাছে দায়বদ্ধহীন অনেক জনপ্রতিনিধির কারণে অনেক ক্ষেত্রে সরকারের সেই উদ্যোগ বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। অতীতে অপরাজনীতির কারণে যশোর সদর উপজেলায় বরাদ্দ থাকলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বিষয়টি মাথায় রেখে সব জনপ্রতিনিধিকে সততার সঙ্গে কাজ করতে হবে।’

উপজেলা পরিষদ চত্বরে মডেল মসজিদ অ্যান্ড কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় কাজী নাবিল আহমেদের সঙ্গে অন্যরা এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে করোনার নমুনা সংগ্রহের দুইটি বুথ উদ্বোধন করেন। এ সময় বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের জন্য গাড়ি সংকটের কথা জানিয়ে তিনি তাৎক্ষণিক স্বাস্থ্যকর্মীদের দুইটি মোটরসাইকেল দেওয়ার ঘোষণা দেন।

পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে মডেল মসজিদ অ্যান্ড কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এছাড়া মুজিববর্ষ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজী নাবিল আহমেদ গাছের চারা বিতরণের পাশাপাশি উপজেলা চত্বরে বৃক্ষ রোপণ করেন। আর উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই জন খামারির হাতে গরু মোটাতাজাকরণের জন্য আর্থিক অনুদান তুলে দেন তিনি।

যশোর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানসহ সদর উপজেলার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!