X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

থানায় ছেলের নামে মায়ের অভিযোগ, মামলা না নিয়ে জিডি এন্ট্রি পুলিশের

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২০, ১২:০২আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১২:২৬

হাসপাতালে চিকিৎসাধীন ছোট ভাই



বাবা বেঁচে থাকতেই সম্পদের ভাগ দাবি করে বড় ছেলে সাইফুর রহমান চন্দন (৪০)। বাবা দিতে অস্বীকৃতি জানালে বাবা-মাকে ছেড়ে চলে যায় সে। এরপর শুরু হয় বাবা-মাকে হয়রানি করা। এরই মধ্যে বাবা মারা যান। সম্পত্তির জন্য বেপরোয়া চন্দন মায়ের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। মৃত্যুর আগে বাবা সব সন্তানের মধ্যে সম্পত্তির ভাগ করে দিয়ে গেছেন–এমন খবরে ক্ষিপ্ত আর বেপরোয়া হয়ে মাসহ ছোট ভাই-বোনের ওপর মানসিক নির্যাতন, কখনও কখনও শারীরিক নির্যাতন শুরু করে। ছেলের হাতে নিয়মিত অপদস্থ ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন মা সুফিয়া খাতুন। তার অভিযোগ, থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে শুধু সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রি করেছে।


কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের মেকুরটারী শান্তিনগর গ্রামের এমনটাই ঘটেছে। চন্দন মৃত আব্দুর রশিদের বড় ছেলে। শুক্রবার (২৭ নভেম্বর) তার মা সুফিয়া খাতুন বাদী হয়ে রাজারহাট থানায় অভিযোগ করেন। রাজারহাট থানার অফিসার ইন চার্জ (ওসি) রাজু সরকার এ তথ্য জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চন্দন দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পারিবারিক কলোহ করে আসছিল। বিভিন্ন সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এসব বিরোধের সমাধানের চেষ্টা করলেও চন্দন তা অমান্য করে। চন্দন বিভিন্ন সময় তার মাকে অপমানসহ ভয়ভীতিও দেখাতো। সর্বশেষ শুক্রবার সে বাড়ির পাশের তিনটি গাছ কাটতে গেলে তার মা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মায়ের দিকে তেড়ে আসে এবং তাকে ধাক্কা ধাক্কি শুরু করে। এসময় তার ছোট ভাই সানাউর রহমান শাওন এগিয়ে এলে তাকে লাঠি দিয়ে বেদম মারধর করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হুমকি দিয়ে ওই স্থান ত্যাগ করে চন্দন। পরে স্থানীয়রা শাওনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই দিন সন্ধ্যায় চন্দনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন মা সুফিয়া খাতুন। 
তিনি বলেন, ‘বড় ছেলের অত্যাচারের বিরুদ্ধে মামলা করতে গেলেও পুলিশ মামলা নিতে গড়িমসি করে। শেষ পর্যন্ত জিডি এন্ট্রি করে। পরবর্তীতে কোনও হামলা কিংবা ক্ষতির সম্মুখীন হলে সব দায় দায়িত্ব পুলিশকে বহন করতে হবে।’ 

 

অভিযোগ

তিনি বলেন, ‘আমাকে ধাক্কাধাক্কি করার পাশাপাশি চন্দন আমার ছোট ছেলেকে বেদম মারধর করেছে। মানুষ কুকুরকেও এভাবে মারে না। আমি মামলা করতে গেলেও পুলিশ আমার মামলা না নিয়ে একটা জিডি এন্ট্রি করেছে। সে তো আবারও এভাবে হামলা করতে পারে। আমি আইনগত সহায়তা চাই।’
তবে চন্দন অভিযোগ অস্বীকার করে বলে, ‘পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করলেও তারা আমার স্ত্রী ও সন্তানকে নানাভাবে নির্যাতন করে। তারা আমার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। তখন আমি বাড়ি থেকে বের হয়ে আসি। বাবা অসুস্থ থাকা অবস্থায় আমার ছোট ভাই-বোন বাবাকে ফুসলিয়ে সিংহভাগ সম্পত্তি তাদের নামে লিখে নিয়ে আমাকে বঞ্চিত করেছে। তারা এখন আমার প্রাপ্য অংশ বুঝিয়ে দিতে নানা টালবাহানা করছে।’ 
হামলার বিষয়ে চন্দন জানান, পারিবারিক কলহে একটু ধস্তাধস্তি হয়েছে। তার স্ত্রী নির্যাতনের শিকার হওয়ায় তিনিও বাদী হয়ে থানায় নারী নির্যাতনের অভিযোগ করেছেন।

রাজারহাট থানার ওসি রাজু সরকার জানান, পারিবারিক কলহ হওয়ায় মামলা না নিয়ে জিডি এন্ট্রি করা হয়েছে। উভয়পক্ষকে থানায় ডেকে বিষয়টি মীমাংসা করে দেওয়া হবে।
ভুক্তভোগী মামলা করতে চাইলেও কেন নেওয়া হয়নি, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘জিডি নেওয়া হয়েছে। তদন্ত করে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।’

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!