X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ১০০ টাকায় করোনার অ্যান্টিজেন টেস্ট

মাদারীপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ১৭:২১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৭:২১

অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে মাদারীপুরে মাদারীপুরে দ্রুত করোনাভাইরাস পরীক্ষার জন্য অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। যাদের প্রাথমিক উপসর্গ রয়েছে এমন রোগীদের শনিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে করোনা শনাক্তের জন্য রসিদ কেটে তালিকাভুক্ত করা হয়। এর আগে একজন চিকিৎসকসহ ৩ জন স্বাস্থ্যকর্মী এ বিষয়ে ঢাকায় প্রশিক্ষণ নিয়েছেন। প্রথম দফায় পরীক্ষার জন্য মাদারীপুর স্বাস্থ্য বিভাগে ৫শ’ অ্যান্টিজেন টেস্ট কিট প্রদান করা হয়েছে।

মাদারীপুর সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. খলিলুজ্জামান হিমু জানান, পিসিআর ল্যাব টেস্টের জন্য ১০০ টাকা ফি নেওয়া হতো। অ্যান্টিজেন টেস্টের জন্যও সেই ১০০ টাকেই নির্ধারণ করা হয়েছে। মাদারীপুরে যে ৫শ’ অ্যান্টিজেন টেস্ট কিট দেওয়া হয়েছে তা শেষ হওয়া মাত্রই স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক টেস্ট কিট প্রদান করা হবে।

অ্যান্টিজেন টেস্ট চালুর পর মাদারীপুরে মাত্র ২০ থেকে ৩০ মিনিটেই করোনা পরীক্ষার ফল পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন জেলার সর্বস্তরের মানুষ।

মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান বলেন, আগে করোনার রিপোর্ট পেতে ৫ থেকে ৭ দিনেরও বেশি সময় লাগতো। এখন ২৫ থেকে ৩০ মিনিটেই রিপোর্ট পাওয়া যায়। মাদারীপুরে এই সিস্টেম চালু করায় সরকারের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা।

মাদারীপুরে করোনা পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ফোকাল পার্সন) ডা. মীর রায়হান জানান, প্রথম দিন ৪ জনের অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। এরমধ্যে ৩ জনের নেগেটিভ ও একজনের পজেটিভ রিপোর্ট এসেছে। নমুনা প্রদানের জন্য মোট তালিকাভুক্ত হয় ১৫ জন। যাদের উপসর্গে করোনার প্রভাব কম এমন লোকদের নমুনা পিসিআর-এ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ