X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

জুয়েল হত্যা মামলা: আরও ৪ আসামি গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ১৯:১১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৯:২৫

 




বুড়িমারীতে জুয়েল হত্যা মামলা

লালমনিরহাটের বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন শরিফ অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মো. শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে নৃশংসভাবে হত্যার পর লাশ পুড়িয়ে ছাই করার মামলায় তদন্তে প্রাপ্ত আরও ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাটগ্রাম থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল তাদের গ্রেফতার করে। 





শনিবার (৫ ডিসেম্বর) বিকালে গ্রেফতারকৃতদের লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এর বিচারকের আদালতে সোপর্দ করে প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ৬ ডিসেম্বর (রবিবার) পুলিশি রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে ও শনিবার সকালে (৫ ডিসেম্বর) বুড়িমারী ইউনিয়নের পৃথক পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, রেজিস্টার অফিস পুড়িয়ে নষ্ট ও সরকারি কাজে বাধা প্রদান মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে শনিবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন−বুড়িমারী কামারপাড়া এলাকার জুয়েল হোসেনের ছেলে মোতাহার হোসেন (২১), একই এলাকার সহিদার রহমানের ছেলে আমির হোসেন (৩০), বুড়িমারী লাইনেরপাড় এলাকার মৃত বানার উদ্দিনের ছেলে আতিয়ার রহমান পাইয়া (৩৫) ও একই এলাকার জুয়েল রানার ছেলে বিপ্লব হোসেন ওরফে লিমন (১৯)।  
শনিবার (৫ ডিসেম্বর) বিকাল ৫টায় পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ও লালমনিরহাট ডিবি পুলিশের ওসি ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, শনিবার (৫ ডিসেম্বর) বিকালে ৪ আসামিকে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ সোপর্দ করে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন এবং রবিবার (৬ ডিসেম্বর) পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করেন।  

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভেতরে আবু ইউনুস মো. শহীদুন্নবী জুয়েলকে হত্যা করা হয়। এরপর লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের ওপর তার লাশ পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় পৃথক ৩টি মামলায় এখন পর্যন্ত মোট ৪৪ আসামিকে গ্রেফতার করা হলো।







/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!