X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ইভিএম না বোঝার কারণে ভোটে বিলম্ব হচ্ছে পীরগঞ্জে

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ১৫:১১আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৬:৩০

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের একটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। দুপুরে ছবি।



কঠোর নিরাপত্তায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে বেড়েছে ভোটার উপস্থিতি। সকাল ৮ টা থেকে ৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। দুপুর ১ টা পর্যন্ত ৪০% ভোট কাস্ট হয়েছে।


ভোট কেন্দ্রে ভোট দিতে এসে ভোটাররা জানান, পরিবেশ শান্তিপূর্ণ তবে ইভিএম এ ভোট দিতে গিয়ে বিরম্বনায় পড়ছেন তারা ঠিকভাবে বুঝে উঠতে না পারার কারণে দেরি হচ্ছে। কেউ কেউ ৩টি ভোটের জায়গায় ১ টি ভোট দিয়ে ভোটকেন্দ্র ছাড়লে, মেশিন বলছে ভোটদান সম্পূর্ণ হয়নি, ফলে আবার তাদের আনসার বা অন্য দায়িত্বরতদের মাধ্যমে ডেকে এনে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে।
আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী একরামুল হক বলেন, ভোট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটাররা তাকে বলেছেন, ইভিএম নিয়ে তারা বিড়ম্বনায় পড়েছেন। দেরি হলেও সব ভোটার যাতে ভোট প্রদান করতে পারেন সে ব্যাপারে নির্বাচন কমিশনকে ধৈর্য সহকারে কাজ করতে তিনি আহ্বান জানান।
রিটার্নিং কর্মকর্তা জিলহাজ উদ্দিন এ সমস্যা স্বীকার করে জানান, গত ২৬ তারিখে ইভিএম পদ্ধতি কেন্দ্রে কেন্দ্রে হাতে কলমে শেখাতে ভোটারদের আহ্বান জানানো হলেও সে প্রশ্নে ভোটারদের সাড়া মেলেনি। তবে কেন্দ্রে কেন্দ্রে সমস্যা সমাধান করে দ্রুত ভোট প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তিনি জানিয়েছেন, বেলা সোয়া তিনটায়  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় ইভিএমে ভোট পড়েছে ৬৭.৮%।
এদিন ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করতে ভোটকেন্দ্র পরিদর্শন করেন ঠাকুরগাঁওয়ের বিদায়ী পুলিশ সুপার মোহা.মনিরুজ্জামান। এছাড়াও নিরাপত্তার দায়িত্বে আছেন, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনছার সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
মোবাইল কোর্ট পরিচালনায় দায়িত্ব পালন করছেন ভূমি কমিশনার কামরুল হাসান সোহাগ।
ভোটকেন্দ্র পরিদর্শনে এসে বিদায়ী পুলিশ সুপার মোহা.মনিরুজ্জামান জানান, ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণের জন্য কিছুটা বিলম্ব হলেও এখানে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোন বিশৃঙ্খলা দেখা যায়নি।

এ পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ১৭৯জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৫শ ৪৭ জন আর মহিলা ১০ হাজার ৬৩২ জন।
নির্বাচনে মেয়র পদে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাপার মনোনীত প্রার্থীর বাইরেও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী।
এছাড়াও কাউন্সিলর পদে ৩২জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মহিলা ভোটারদের উপস্থিতি বেড়েছে অনেক।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ ও ১১ মে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি
১০ ও ১১ মে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি
এক থানা থেকে দুই এসআই তিন এএসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার
এক থানা থেকে দুই এসআই তিন এএসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
করুণ ব্যাটিংয়ে আবার বাংলাদেশের বড় হার
চতুর্থ নারী টি-টোয়েন্টিকরুণ ব্যাটিংয়ে আবার বাংলাদেশের বড় হার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া