X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ত্বকীর বাবা রফিউর রাব্বি কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ মার্চ ২০১৬, ১৪:০১আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৪:০১

রফিউর রাব্বি ৭০ লাখ টাকার চেক জালিয়াতির মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১টায় তিনি নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ মিয়াজী মোহাম্মদ শহীদুল আলম চৌধুরীর আদালতে ওই মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে একই আদালত রফিউর রাব্বিকে আত্মসমর্পণের নোটিশ পাঠিয়েছিলেন। ৬০ দিনের মধ্যে অর্থদণ্ডের বাকি অর্থ পরিশোধের জন্যও নোটিশে উল্লেখ করা হয়।

রফিউর রাব্বি ২০১৩ সালে হত্যাকাণ্ডের শিকার তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক। এছাড়া তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়কও তিনি।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, মঙ্গলবার সকালে রাব্বি আদালতে এসে জামিন প্রার্থনা করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।

এ ব্যাপারে রাব্বির আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।

মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ উর রউফ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে শহরের উত্তর চাষাঢ়া এলাকার জালালউদ্দীন বাদী হয়ে ৭০ লাখ টাকার দুটি চেক জালিয়াতির মামলা করেন (সিআর মামলা ৩০৭/২০১২ ও দায়েরকৃত মামলা নং ১০৫৮/১২)।

মামলায় জালালউদ্দীন আহম্মেদ উল্লেখ করেন, নারায়ণগঞ্জ স্টান্ডার্ট চার্টার্ড ব্যাংকে ২০১২ সালের ৮ ফেব্রয়ারি ও একই বছর ১৫ ফেব্রয়ারি রাব্বি জালালউদ্দীনকে ৭০ লাখ টাকার দুটি দেন। চেক দুটি ১৬ ফেব্রুয়ারি প্রত্যাখ্যাত হয়ে ২০ ফেব্রুয়ারি ফেরত আসে। পরবর্তীতে ২২ ফেব্রুয়ারি লিগ্যাল নোটিশের মাধ্যমে টাকা পরিশোধের অনুরোধ জানানো হয়। নোটিশ গ্রহণ করেন মার্চের ১ তারিখে। যার মেয়াদ শেষ হয় ৩০ মার্চ। কিন্তু টাকা পরিশোধ করেননি রাব্বি। পরে ২০১৫ সালের ২৪ জুন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মামুনুর রশীদের আদালত রফিউর রাব্বিকে এক বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে আরও ২ কোটি ১০ টাকা লাখ অর্থদণ্ড করেন।

এর পর রফিউর রাব্বি ৩৫ লাখ টাকা জমা দিয়ে রায় বাতিল চেয়ে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ফৌজদারী আপিল (৫৬০৪/২০১৫) দায়ের করেন। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রফিউর রাব্বি আপিল খারিজ করে দেন। হাইকোর্টের রায়ের কপিসহ নথি গত ১৩ মার্চ নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে এসে পৌঁছুলে আদালত সেটি রেজিস্ট্রিভুক্ত করার আদেশ দেন। পরে আদালত রফিউর রাব্বি বরাবর সাজা পরোয়ানা ইস্যু করেন।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!