X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড যশোর, আহত ৩০

যশোর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৬, ০৯:৪৮আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ০৯:৪৮

ঝড়ের আঘাত

মঙ্গলবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে যশোর জেলার বিভিন্ন এলাকা। বিভিন্ন স্থানে গাছপালা ও বিদ্যুতের পিলার উপড়ে গেছে এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া অন্তত ৩০জন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

ঝড়ের পর সড়কে গাছ পড়ায় যশোর, ঝিনাইদহ, মাগুরা, বেনাপোল ও খুলনা মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। রাতে জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে যশোর শহরের নাজির শংকরপুরে নির্মাণাধীণ আইসিটি পার্কের নির্মাণ সামগ্রী পড়ে ৮ শ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এছাড়া ঝড়ের কারণে যশোরের বিভিন্ন স্থান থেকে আরো ১৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার কল্লোল কুমার সাহা জানান, ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া যশোর শহরের বিভিন্ন সড়কে থাকা তোরণ ভেঙে পড়েছে। যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের অভ্যন্তরে বৈদ্যুতিক পিলারের ওপর গাছ পড়ায় হাসপাতালে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

এদিকে, সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া, এড়েন্দা, আরবপুরসহ বিভিন্ন স্থানে গাছপালা পড়ে ঘরবাড়ি ভেঙে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীর জানান, সব উপজেলায় ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। অভয়নগরে ৭জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসায় সব উপজেলায় মেডিক্যাল টিম প্রস্তুত করতে সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ে বৈদ্যুতিক পিলার পড়ে যাওয়ায় পুরো জেলায় বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।

 

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়