X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১
খেলাপির গুদামে পাট নেই, নিলামও ফলশূন্য

লোপাটের পথে তিন ব্যাংকের আড়াই হাজার কোটি টাকা

হেদায়েত হোসেন, খুলনা
০৭ এপ্রিল ২০১৬, ২০:০৬আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ২০:৩৫

খুলনা অঞ্চলের তিন শতাধিক প্রতিষ্ঠান তিনটি সরকারি ব্যাংক থেকে নিয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা প্লেজ ঋণ (গুদামজাত পাটের বিপরীতে ঋণ)। কিন্তু, এসব ঋণের টাকা পরিশোধ তো দূরের কথা, মেয়াদ শেষে বেশিরভাগ প্রতিষ্ঠানের গুদামে পাটই খুঁজে পায়নি  ব্যাংকগুলো। সামান্য যে পাট পাওয়া গেছে বিকল্প ব্যবস্থা হিসেবে সেগুলোর নিলাম ডেকেও টাকা আদায়ে ব্যর্থ হচ্ছে সরকারি ব্যাংক তিনটি।

সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক পরিতোষ কুমার তরুয়া জানান, এ কে জুট এবং সনজিৎ কুমার দাসের কাছ থেকে ঋণের অর্থ আদায়ের জন্য নতুন সুযোগ দেওয়া হয়েছে। পাট ব্যবসায়ীরা তদবির করে ছয় বছরের সুদ ব্লক এবং কিস্তি করিয়ে এনেছেন। এ খাতে বিনিয়োগের জন্য রয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। লোকবল না থাকায় প্রয়োজনীয় তদারকি করাও কঠিন হচ্ছে। আর এর সুযোগ নিচ্ছেন পাট ব্যবসায়ীরা।
জানা যায়, খুলনার পাট খাতে সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকের বিনিয়োগ প্রায় ৪ হাজার কোটি টাকা। এর বড় অংশই প্লেজ ঋণ। এই ঋণের আড়াই হাজার কোটি টাকা আছে কেবল কাগজে কলমে। সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখা থেকে মোট ৫৬ জন পাট রফতানিকারককে ঋণ দেওয়া হয়েছে। কিন্তু এ ঋণ পরিশোধ না করায় এরা এখন খেলাপিতে পরিণত হয়েছেন। ছয় মাস ধরে এসব খেলাপি ঋণ গ্রাহকদের গুদামের পাট নিলাম আহ্বান করা হচ্ছে।

একে জুট ট্রেডিংয়ের মালিক অশোক কুমার দৌলতপুর সোনালী ব্যাংক করপোরেট শাখা থেকে গীতাঞ্জলী এন্টারপ্রাইজের নামে ৮০ কোটি টাকা ঋণ নেন। আগে নেওয়া ঋণ পরিশোধ করতে না পেরে নতুন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়েছেন তিনি।  অশোক কুমারের ভগ্নিপতি ইস্টার্ন ট্রেডার্স-এর মালিক সনজিৎ কুমার দাসের সোনালী ব্যাংকের দৌলতপুর করপোরেট শাখায় ঋণ ছিল ৬৫ কোটি টাকা। তিনি গুদামে দুই হাজার ১শ’ মণ পাট দেখিয়ে এ ঋণ নিয়েছিলেন। কিন্তু ব্যাংকের পাওনা আদায় না হওয়ার পর নিলাম ডাকতে গিয়ে গুদামে কোনও পাট পাওয়া যায়নি।

ইস্টার্ন ট্রেডার্স ঋণখেলাপি হওয়ার আগেই স্ত্রীর মালিকানাধীন জুট গার্ডেনের নামে ২৫ কোটি টাকার ঋণ মঞ্জুর করিয়ে নেন সনজিৎ। জনতা ব্যাংকের ২৫০ কোটি টাকা জালিয়াতি মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল গত ৩১ মার্চ ঢাকা জুট ট্রেডিং হাউস-এর ব্যবস্থাপনা পরিচালক মো. টিপু সুলতানকে খুলনা থেকে গ্রেফতার করে। জনতা ব্যাংকের ২৫০ কোটি টাকা আত্মসাৎ-এর ঘটনার পরও রূপালী ব্যাংক দৌলতপুর শাখা থেকে তাকে ১১০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।

খুলনা সোনালী ব্যাংক করপোরেট শাখার প্রধান উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সমীর কুমার দেবনাথ বলেন, গুদামগুলোতে পাট না থাকার কারণে ছয়-সাত মাসে পাট নিলাম হয়নি। বর্তমানে পাটের সমমূল্যের জামানত আদায় করা হচ্ছে।

বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের খুলনা কার্যালয়ের সচিব মো. আবদুল হামিদ জানান, ২০০৮-২০০৯ সাল পর্যন্ত রফতানিকারকের সংখ্যা ছিল ৫০ থেকে ৬০ জন। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩শ’ জনেরও বেশি। এদের অধিকাংশই ব্যাংকের ঋণখেলাপি। কেবল ব্যাংক ঋণের সুযোগ নিতে এভাবে পাট আমদানিকারকের সংখ্যা বাড়ছে।

সোনালী আঁশ পাট ঢাকা ব্যাংকের খুলনার ভাইস প্রেসিডেন্ট আরিফ কামাল চৌধুরী বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্লেজ ঋণ হচ্ছে কার্পেট দিয়ে ময়লা ঢেকে রাখার মতো ব্যাপার। এভাবে কার্পেটের নিচে ময়লা ঢেকে না রেখে জঞ্জাল পরিষ্কার করা দরকার।
রূপালী ব্যাংক দৌলতপুর শাখার এ জি এম গোলাম মোরশেদ জানান, ব্যাংকের পরিচালনা পর্ষদ ঋণ দিয়ে থাকে। আর বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদন (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) পর্যালোচনা করে প্রধান কার্যালয় ঋণ অনুমোদন করে। ঢাকার জনতা ব্যাংকের লোকাল শাখা ঋণ দিয়েছিল ঢাকা ট্রেডিং হাউসের মালিক মো. টিপু সুলতান ও ঢাকা ট্রেডিং হাউস লিমিটেডকে।
ব্যাংক কর্মকর্তারা জানান, পাট রফতানিতে মাত্র সাত শতাংশ সুদে স্বল্প মেয়াদে প্যাকিং ক্যাশ ক্রেডিট (পিসিসি) ঋণ দেওয়া হয়। সর্বোচ্চ ১৮০ দিনের মধ্যে এই টাকা পরিশোধের বিধান থাকলেও অনেকেই তা করেন না। ভুয়া ঋণপত্র (এলসি) দাখিল করে পাট রফতানিকারকরা এই পিসিসি ঋণ নিয়ে বছরের পর বছর পার করে দেন।
জানা যায়, একই অবস্থা বিরাজ করে প্লেজ ঋণের ক্ষেত্রেও। প্লেজ ঋণ নেওয়ার ক্ষেত্রে কাগজে-কলমে গুদামে পাট আছে দেখানো হয় বটে, বাস্তবে অনেক গুদামে দেখানো হিসেব অনুযায়ী পাট থাকে না আদৌ।

/এইচকে/টিএন/

/আপ: এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দার গ্রেফতার
মিল্টন সমাদ্দার গ্রেফতার
মে দিবসের কর্মসূচিতে এসে ‘গরমে অসুস্থ’ হয়ে শ্রমিকের মৃত্যু
মে দিবসের কর্মসূচিতে এসে ‘গরমে অসুস্থ’ হয়ে শ্রমিকের মৃত্যু
খোলা ভোজ্যতেলে মিলছে না ভিটামিন ‘এ’, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
খোলা ভোজ্যতেলে মিলছে না ভিটামিন ‘এ’, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশের গ্রুপ সঙ্গী নেপাল
বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশের গ্রুপ সঙ্গী নেপাল
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার