X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রাবি অধ্যাপক হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ, রবিবার ক্লাস বর্জন

রাবি প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৬, ১৪:০৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৫:৩৯

রাবি অধ্যাপক হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ, রবিবার ক্লাস বর্জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া রবিবার ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।
শনিবার বেলা সোয়া ১০টা থেকে আধা ঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন দুই শতাধিক শিক্ষার্থী। পরে বেলা পৌনে ১২টা থেকে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীর পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে শিক্ষক সমিতির সমাবেশে যোগ দেন। সমাবেশে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম রবিবার ক্লাস বর্জনের ঘোষণা দেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষকরা সকল শিক্ষক হত্যার বিচার দাবি করেন।
নিহত শিক্ষকের ভগ্নিপতি মোস্তাফিজুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন অধ্যাপক রেজাউল করিম। বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে গলিতে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের পেছনে আঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে তার লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয় হয়।

নিহত অধ্যাপক রেজাউল করিমের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী এবং মেয়ে রিজওয়ানা হাসিন শতবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষা শেষ করেছেন।

বিভাগ সূত্রে জানা গেছে, অধ্যাপক রেজাউল করিম ‘কোমলগান্ধ্যার’ নামে বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একটি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা সম্পাদনা করতেন। তিনি ভালো সেতার বাজাতেন এবং ‘সুন্দরম’ নামে একটি সাংস্কৃতিক বিষয়ক সংগঠনের উপদেষ্টা ছিলেন।

সুন্দরম সংগঠনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার সেকশন অফিসার হাসন রাজা  বলেন, ‘ওনার সঙ্গে পরশুদিনও তার পত্রিকা বের করা নিয়ে বিভিন্ন কথা হয়েছে। এটা কোনও মৌলবাদীদের পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ তার কোনও শত্রু থাকতে পারে বলে মনে হয় না।’

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ও বিভিন্ন বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগের সব সাংস্কৃতিক কর্মকাণ্ড তিনিই পরিচালনা করতেন। তবে কোনও ধরনের ব্লগ কিংবা ধর্ম নিয়ে লেখালিখি করতেন না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান জানান, এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করার বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে, ওই শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। শনিবার দুপুরে জনসংযোগ দপ্তরের প্রশাসক মশিহুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।

এ সংক্রান্ত আরও খবর: 
সিদ্দিকী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গলাকেটে খুন

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই