X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে নির্বাচনি সংঘর্ষে ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৬, ০৫:৩৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ০৫:৩৯

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণা বিলম্বিত হওয়ার জেরে পুলিশের সঙ্গে বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেনের ব্যবহৃত গাড়িসহ পুলিশের ৩টি পিকআপ ভ্যান জ্বালিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার চারিতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়তে পারেন: রানা প্লাজা ট্রাজেডির তিন বছর আজ 

জানা গেছে, রূপগঞ্জের ভোলাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনা শেষে প্রকাশ না করায় রাত সাড়ে ৮টায় এর প্রতিবাদ জানান বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন টিটো। তখন টিটোর অনুগামী স্থানীয় মেম্বার প্রার্থী ও তাদের সমর্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে প্রিজাইডিং অফিসার মনিরুজ্জামানসহ প্রশাসনের লোকজনকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় পুলিশ গ্রামবাসীকে ধাওয়া করলে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করতে গেলে গ্রামবাসী ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ ও বিজিবি সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। তারা বিভিন্ন স্থানে আঞ্চলিক সড়ক কেটে এবং গাছ কেটে রাস্তায় অবরোধ সৃষ্টি করেন।

আরও পড়তে পারেন: আন্তর্জাতিক সংবাদমাধ্যমে রাবি শিক্ষক হত্যাকাণ্ডের খবর

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের অর্ধশত রাউন্ড ফাকা গুলি ছোড়ে। উত্তেজিত জনতা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেনের ব্যবহৃত গাড়িতে আগুন দিলে পুলিশ আরও অর্ধশতাধিক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পুলিশের লাঠির আঘাতে অন্তত শতাধিক ব্যক্তি আহত হন। শফিকুল, মজিবর, আয়েছ আলী, মনির হোসেন, আমজাদ হোসেন, কায়েস, রোমাজ্জল, জাহিদ হোসেন, দেলোয়ার, সাজ্জাদ, দেলোয়ার হোসেন, মিজান, আমিনুল ইসলাম, শফিক, মিন্টু, কবির হোসেন, সহিদুল্লাহ, জামাই মনিরসহ আহতদের নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়তে পারেন: সহ-পাইলটকে সরিয়ে ককপিটে এয়ার হোস্টেজকে বসালেন পাইলট!

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন জানান, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীর লোকজন এ ধরনের ঘটনা ঘটিয়েছে। গ্রামবাসীর হামলায় পুলিশ সদস্যরাও আহত হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, অতিরিক্ত র‌্যাব ও পুলিশ গিয়ে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে দুপুর দেড়টার দিকে একই কেন্দ্রে পুলিশ ও বহিরাগত লোকজনের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী