X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘বাঁশ পিডিকে’ নিয়ে কিশোরগঞ্জে তোলপাড়!

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৬, ১৪:৪৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৬:২৩

চুয়াডাঙ্গার কৃষি ভবনে রডের বদলে বাঁশ ব্যবহার করে বহুল সমালোচিত প্রকল্প পরিচালক (পিডি) সাদেক ইবনে শামস বদলি হয়ে কিশোরগঞ্জের জেলা কৃষি অধিদফতরে যোগদান করায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে জেলাজুড়ে।‘বাঁশ পিডি’ নামে সমালোচিত এই কর্মকর্তাকে মেনে নিতে পারছেন না জেলার সুশীল সমাজ, সরকারি কর্মকর্তাসহ সচেতন মহল। এই কর্মকর্তাকে এ জেলা থেকে সরিয়ে অন্য কোথাও বদলির জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। না হলে তাকে হটাতে তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকিও দিয়েছে বেশ কিছু সংগঠন।

জানা গেছে, বিতর্কিত এই কর্মকর্তাকে জেলা থেকে হটাতে আগামীকাল সোমবার মানববন্ধনসহ তার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, গত বুধবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা কৃষি অধিদফতরে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন সাদেক ইবনে শামস।

জানা যায়, সম্প্রতি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় দুই কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপ-পরিচালকের কার্যালয়ের নির্মাণ ভবন নির্মাণের কাজে রডের বদলে বাঁশসহ নিম্নমানের উপকরণ ব্যবহারের ঘটনা ঘটে। এই নির্মাণ প্রকল্পে সাদেক ইবনে শামস প্রকল্প পরিচালক ছিলেন। কিন্তু সে কাজে আরসিসি ঢালাইয়ের ক্ষেত্রে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এ নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়। এর ফলে শাস্তি স্বরূপ তাঁকে ১১ এপ্রিল খাগড়াছড়ির কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। ১৯ এপ্রিল তাঁর নতুন কর্মস্থলে যোগদানের কথা ছিল। কিন্তু খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরি চৌধুরীর আপত্তির কারণে ওই কর্মকর্তা কর্মস্থলে যোগ দিতে পারেননি। এর ফলে সাদেককে ২০ এপ্রিলের মধ্যে কিশোরগঞ্জে যোগদানের জন্য কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখার মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর স্বাক্ষরে ১৮ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। সে অনুযায়ী বুধবার তিনি কিশোরগঞ্জে যোগদান করেন।

ভবনের একটি অংশ ভাঙতেই বের হলো রডের বদলে বাঁশ

এ নিয়ে, কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের সমন্বয়কারী এনায়েত করিম অমি বলেন, এই দুর্নীতিবাজ কর্মকর্তা কিশোরগঞ্জে আসায় আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। যেখানে খাগড়াছড়ির মানুষ তাঁকে গ্রহণ করেনি সেখানে তাকে কিশোরঞ্জে গ্রহণের প্রশ্নই উঠে না। আন্দোলনের মাধ্যমে তাঁকে কিশোরগঞ্জে প্রতিহত করা হবে।

কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চাচাত ভাই সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, সাদেকের মতো একজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে কিশোরগঞ্জে বদলি করা হবে এটা আমরা কখনও প্রত্যাশা করতে পারি না। এ বিষয়ে সরকারের কাছে আমরা আবেদন করছি তাঁকে যেন অতি দ্রুত এখান থেকে সরিয়ে নেওয়া হয়।

কিশোরগঞ্জ মানবাধিকার ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুন্নাহার মলি বলেন, যে দুর্নীতিবাজ কর্মকর্তা জনস্বার্থ বিরোধী ও রাষ্ট্রবিরোধী কাজ করে সারা দেশব্যাপী সমালোচিত হয়েছেন সৈয়দ নজরুল ইসলামের জেলা কিশোরগঞ্জে তার স্থান হতে পারে না। অনেকগুলো ভালো আমের সঙ্গে একটা পঁচা আম থাকলে অন্যগুলোতেও দ্রুত পচন ধরার সম্ভাবনা থাকে।

নাম প্রকাশ না করার শর্তে অনেক সরকারি কর্মকর্তা বলেন, এই সমালোচিত পিডি কিশোরগঞ্জে যোগ দেওয়ার ফলে আমরা বিব্রত বোধ করছি। যেখানে খাগড়াছড়ির মানুষ তাঁকে ‘বাঁশ’ দিয়ে ঠেলে দিয়েছে, সেখানে কিশোরগঞ্জের মানুষ তাঁকে ফুল দিয়ে কিভাবে বরণ করে নিচ্ছে?

কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগ বলেন, তিনি (পিডি) এখানে আসাতে লোকজনের প্রতিক্রিয়া ভালো না। অনেকেই আমার সঙ্গে এ বিষয়ে কথা বলছে। এ নিয়ে আমি স্বস্তি অনুভব করছি না।

জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান বলেন, আমি বিষয়টি জেনেছি। কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কিশোরগঞ্জ সফরের কারণে বিষয়টি দেখার সময় পাওয়া যায়নি।

তবে কিশোরগঞ্জে যোগদানের পর এ বিষয়ে জানতে চাইলে আলোচিত কর্মকর্তা সাদেক ইবনে শামস বলেন, রডের বদলে বাঁশ দেওয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না। তখন তিনি তাঁর মেয়ের চিকিৎসা করাতে ভারতের ভেলোরে অবস্থান করছিলেন। সেখান থেকে ঘটনা জানতে পেরে কাজ বন্ধ রাখার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে বলেছিলেন। কিন্তু এরই মধ্যে তাঁকে বদলি করা হয়েছে। তিনি দাবি করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং নির্মাণ শ্রমিকেরা এই অনিয়মের সঙ্গে জড়িত থেকে কাজটি করতে পারে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়