X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতার ১

বগুড়া প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ২৩:০৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ২৩:০৩

গ্রেফতারের প্রতীকী ছবি বগুড়ার কাহালুতে আবদুল মতিন (৫০) নামে এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বেলাল হোসেন নামে এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব বিরোধের জের ধরে গত রবিবার সন্ধ্যার দিকে বেলালের সহযোগিতায় মোস্তফা ওই মুদি দোকানিকে ছুরিকাঘাত করেছিল। এ ঘটনায় নিহতের স্ত্রী রমিছা খাতুন সোমবার সকালে কাহালু থানায় বেলাল ও তার বন্ধু গোলাম মোস্তফার বিরুদ্ধে মামলা করেন।
গ্রামবাসীরা জানান, পাওনা টাকা নিয়ে কাহালুর দূর্গাপুর ইউনিয়নের চকদহ গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আবদুল মতিনের সঙ্গে প্রতিবেশী মৃত আফসার আলীর ছেলে গোলাম মোস্তফার বিরোধ চলছিল। রবিবার সন্ধ্যার দিকে আবদুল মতিন চকদহ বাজারের কাছে গেলে মোস্তফার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোস্তফা তার শরীরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে মতিনকে উদ্ধার করে পার্শ্ববর্তী দুপচাঁচিয়া হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. আশরাফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যায়। তার শরীরের ছয়টি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কাহালু থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান জানান, হত্যাকাণ্ডে জড়িত একই গ্রামের আহম্মদ আলীর ছেলে বেলালকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক স্বীকারোক্তিতে বেলাল জানিয়েছে, সে মতিনকে জড়িয়ে ধরে এবং মোস্তফা ছুরিকাঘাত করে। রবিবার বিকালে বেলালকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এছাড়া আসামি মোস্তফাকে গ্রেফতারে অভিযান চলছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী