X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পাওনা টাকা না দেওয়ায় নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৬, ১৫:১৭আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৫:২২

পাওনা টাকা না দেওয়ায় নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ মাত্র পাঁচ হাজার টাকা ঋণ পরিশোধ করতে না পারায় বগুড়া সদরের বাঘোপাড়া বন্দরে একটি ওষুধের দোকানে শাহীনুর ইসলাম নামে এক ব্যক্তিকে নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার এ ঘটনায় নিহত শাহীনুরের ভাই শহিদুল ইসলাম বগুড়া ২ নম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ব্যাপারে মামলা দায়ের করেছেন।

মামলায় সদর উপজেলার বালাকৈগাড়ি গ্রামের ওষুধ ব্যবসায়ী আবদুল আলিমসহ ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে। শুনানি শেষে বিচারক মো. কামরুজ্জামান আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করে পৌর সদর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় থানায় অন্য কোনও মামলা হলে দুটি একসঙ্গে তদন্ত করতে বলা হয়েছে।

বগুড়া জজ কোর্টের আইনজীবী আশরাফুল ইসলাম সুজা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়া সদরের বাঘোপাড়ার খপির উদ্দিন আকন্দের ছেলে শাহীনুর ইসলাম কিছুদিন আগে পার্শ্ববর্তী বালাকৈগাড়ি গ্রামের আবদুল কাদের ছেলে ওষুধ ব্যবসায়ী আবদুল আলিমের কাছে ৫ হাজার টাকা ঋণ নেন। টাকা শোধ করতে না পারায় আলিমের সঙ্গে শাহীনুরের বিরোধ সৃষ্টি হয়। আবদুল আলিম ২২ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৌশলে শাহীনুরকে তার বাঘোপাড়া বন্দরে ওষুধের দোকানে ডেকে আনেন। শাহীনুর ওই টাকা দিতে না পারায় আলিম ও অজ্ঞাত পরিচয় কয়েকজন তাকে মারধর করেন। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে আসামিরা তার মুখে বিষ ঢেলে দেয়। এতে তার মৃত্যু হয়।

তবে স্থানীয়দের ভাষ্য, পাওনা টাকার জন্য শাহীনুরকে মারধর করা হলেও তিনি নিজেই বিষপান করেছিলেন। এছাড়া শাহীনুর নিজে মাদক সেবন করত।আর ওই ঋণের টাকা মাদক কেনার জন্য নিয়েছিল শাহীনুর ইসলাম।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ