X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বগুড়া প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৫

মুখোমুখি সংঘর্ষ বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি লিচুতলা এলাকায় আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে একটি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিন জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহ্ আলম বাংলা ট্রিবিউনকে এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— অটোরিকশার চালক বগুড়ার শেরপুরের কলেজ রোডের আবুল কালাম আজাদ (৩২) এবং যাত্রী নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই পণ্ডিতপাড়ার হেলথ কমপ্লেক্সের কর্মচারি শরিফা সুলতানা (৪৬) ও সারিয়াকান্দির আবদুস সাত্তারের ছেলে সাইফুল ইসলাম (৩৮)। আহত দু’জন হলেন— জুঁই (৩৫) ও সোনাবানু (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়া শহর থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশা বিকাল ৫টার দিকে শাজাহানপুর উপজেলার বেতগাড়ি লিচুতলা এলাকায় মহাসড়কে পৌঁছলে চালক আজাদ নিয়ন্ত্রণ হারান। তখন বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে অটোরিকশার চালকসহ ছয় জন আহত হন। তাদের উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজাদ, সুলতানা ও সাইফুল মারা যান। গুরুতর আহত জুঁই ও সোনাবানু এখনও চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহ্ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই সড়ক দুর্ঘটনায় তিন জন চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। আহত দু’জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।’

আরও পড়ুন-

বগুড়ায় দেশের প্রথম বহুতল খাদ্য গুদাম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঘাটাইলে শিক্ষককে পিটিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী