X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নিরাপত্তার স্বার্থে টুকুকে সিরাজগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৭, ১০:৩৩আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১০:৩৮

ইকবাল হাসান মাহমুদ টুকু (ফাইল ছবি) ট্রেন পোড়ানো মামলায় গ্রেফতার বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়।

জেলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেলার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা তত্ত্বাবধায়ক মো. আল  মামুন জানান, সিরাজগঞ্জ কারাগারে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের ফিদায়ী বা আত্মঘাতী ইউনিটের আট নারী সদস্যসহ মোট ৩৫ জেএমবি সদস্য রয়েছে। এছাড়াও শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টুসহ সমকাল সাংবাদিক শিমুল হত্যা মামলার অন্যান্য ১৩ জন আসামিও রয়েছেন। ধারণ ক্ষমতার চেয়ে বর্তমানে প্রায় সাত গুণ বেশি বন্দি থাকায় মাত্র ৫৩ জন কারারক্ষী দিয়ে তাদের পাহারা দিতে হিমশিম খেতে হচ্ছে। স্বল্প সংখ্যক কারারক্ষী দিয়ে কারাগারে কাঙ্ক্ষিত নিরাপত্তা জোরদার সম্ভব নয়। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে বিএনপি নেতা টুকুকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের ১১ অক্টোবর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জে ঢাকা-রাজশাহী মহাসড়কের মুলিবাড়িতে খালেদা জিয়ার জনসভা চলাকালে ট্রেনের নিচে কাটা পড়ে বিএনপির ছয় নেতাকর্মী নিহত হন। ওই ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষুব্ধরা নেতাকর্মী ও সমর্থকরা আগুন দিয়ে ট্রেনটি জ্বালিয়ে দেন। ওই ঘটনায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুসহ কমপক্ষে ১০ হাজার নেকাকর্মীর নামে পুলিশ সাতটি মামলা করে। ওই মামলায়  ১০ এপ্রিল (সোমবার)  জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন টুকু। কিন্তু বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠান।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি