X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

যথাসময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ১৯:২৯আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৯:২৯

সিরাজগঞ্জে জনসমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম যথাসময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচন কারো জন্য বসে থাকবে না। কোনও চক্রান্ত, ষড়যন্ত্র করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনও বিকল্প নেই।’

নির্বাচন ভণ্ডুল করার মধ্যে কোনও সফলতা নেই মন্তব্য করে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘এখনও সময় আছে, চক্রান্ত-ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনের পথে হাটুন। অন্যথায় অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।’

দুই দিনের সফরের দ্বিতীয় দিন বুধবার (১৯ জুলাই) দুপুরে নিজ নির্বাচনি এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলায় বাহুকায় এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম প্রমত্তা যমুনার সঙ্গে যুদ্ধ করে সেনাবাহিনী, পানি উন্নয়ন বিভাগ ও দলীয় নেতাকর্মীরা নিরলস পরিশ্রম করে ভেঙে যাওয়া বাঁধ পুনঃনির্মাণ করায় তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জনগণের সরকার ক্ষমতায় থাকলে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা থেকেই দ্রুততম সময়ে এই বাঁধ পুনঃনির্মাণ করা হয়েছে। ইতোমধ্যেই এ অঞ্চলে পানিসম্পদমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী সিরাজগঞ্জ পরিদর্শন করেছেন।’

বন্যা ও ভাঙনের কবল থেকে এ অঞ্চলের মানুষকে রক্ষায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে নাসিম আরও বলেন, ‘ইতোমধ্যেই সরকার সিরাজগঞ্জে পানি উন্নয়ন বিভাগের অধীনে এক হাজার কোটি টাকার বিভিন্নমুখী উন্নয়ন কাজ করছেন। আরও সাড়ে চারশ’ কোটি টাকার প্রকল্প চলতি অর্থ বছরেই শুরু করা হবে। এ প্রকল্পে সিরাজগঞ্জের শিমলা থেকে কাজীপুরের খুদবান্দি পর্যন্ত সাত কি.মি. নদী শাসন কাজ করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে সিরাজগঞ্জসহ কাজীপুর ভাঙন মুক্ত হবে।’

বাঁধ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর বাঁধ পরিদর্শনকালে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রউফ, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, পানি উন্নয়ন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল চন্দ্র শীল, নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।
/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!