X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পাঁচ মাস ধরে নিখোঁজ রাবি শিক্ষার্থী ফরহাদ

রাবি প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ২৩:২৯আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৩:০৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুহুল কুদ্দুস মীর ফরহাদ আলীকে পাঁচ মাসের বেশি সময় ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের দুই মাস পর সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত তার কোনও খোঁজ পায়নি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফরহাদের মা ফাহিমা খাতুনের অভিযোগ, গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে নগরীর ডিঙ্গাডোবা মোড় থেকে র‌্যাব পরিচয়ে ফরহাদকে একটি গাড়িতে তুলে নেওয়া হয়। এ ঘটনার পর রাজপাড়া থানায় জিডি করতে গেলেও পুলিশ তা নেয়নি। এপ্রিল মাসে জিডি গ্রহণ করে পুলিশ। কিন্তু এখনও ফরহাদের কোন খোঁজ মেলেনি।

জিডিতে উল্লেখ করা হয়, ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে একটি পুরনো মোটরসাইকেল নিয়ে ভাটাপাড়ার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের পথে রওনা দেন ফরহাদ। মোটরসাইকেলটি ডিঙ্গাডোবা মোড়ের একটি গ্যারেজে রেখে ৯টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের বাস ধরার জন্য মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন তিনি। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম লেখা একটি মাইক্রোবাস সেখানে এসে দাঁড়ায়। গাড়ি থেকে চার-পাঁচজন লোক নেমে ফরহাদকে তুলে নিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় কয়েকজন লোক বাড়িতে ফোন করে বিষয়টি জানায়। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ফরহাদের খোঁজ নিতে থাকেন। কিন্তু এখনও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। রুহুল কুদ্দুস মীর ফরহাদ

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শৃঙ্খলা কমিটির আহ্বায়ক অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘বিভাগের কোনও শিক্ষক-শিক্ষার্থীর সাথে এরকম ঘটনা ঘটলে আমরা শৃঙ্খলা কমিটির মাধ্যমে বিষয়টি তদারকি করি। ফরহাদের বিষয়ে আমরা র‌্যাব অফিসে খোঁজ নিয়েছিলাম। কিন্তু তারা কিছু জানেন না বলে জানায়।’

তিনি আরও বলেন, ‘আমি যতটুকু জানি, ফরহাদ তাবলীগ জামায়াত করতো। একটু ধার্মিক ছিল এবং প্রচুর বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতো। খুবই চঞ্চল স্বভাবের ছেলে ছিল সে। ব্যক্তিগতভাবে আমার কখনও মনে হয়নি সে খারাপ কিছুর সাথে জড়িত।’

এ ব্যাপারে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, তিনি নতুন এসেছেন। তাই এ বিষয়ে কিছু জানেন না। তবে বিষয়টি খোঁজ নেওয়ার কথাও বলেন তিনি।

একই সুরে কথা বলেছেন র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘এটি অনেক আগের ঘটনা। তাই বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।’

এএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এলপিএলের ড্রাফটে চার বাংলাদেশি
এলপিএলের ড্রাফটে চার বাংলাদেশি
মাদ্রাসা ক্যাম্পাস সবুজায়নের নির্দেশ
তীব্র তাপপ্রবাহমাদ্রাসা ক্যাম্পাস সবুজায়নের নির্দেশ
যুবদল সভাপতি কারাগারে, রিজভীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল
যুবদল সভাপতি কারাগারে, রিজভীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল
ইন্ডিয়া আউট কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ নেবে ১২ দলীয় জোট
ইন্ডিয়া আউট কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ নেবে ১২ দলীয় জোট
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ