X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রাবি শিক্ষককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

রাবি প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫০

রাবি শিক্ষককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করার প্রতিবাদে তিন ঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করা হয়। পরে ২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টরের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে তারা। তবে লাঞ্ছিতকারী চিকিৎসকদের গ্রেফতারে ৪টা পর্যন্ত আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।
ভুক্তভোগী এটিএম এনামুল জহির বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক। বুধবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে তিনি ইন্টার্ন চিকিৎসকদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত হন।
অবস্থানরত শিক্ষার্থীরা জানান, ‘একজন শিক্ষককে মারধর করার মতো কলঙ্কিত কাজ আর হতে পারে না। তাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।’
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন, আজ বিকাল ৪টার মধ্যে তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করা হবে।
জানতে চাইলে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমারাও মর্মাহত। কিন্তু সাধারণ জনগণকে ভোগান্তির মধ্যে ফেলে কোনও লাভ নেই। তাই তাদের সড়ক অবরোধ প্রত্যাহার করতে অনুরোধ করেছি। তারা অবরোধ প্রত্যাহার করে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেছে।’
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের ৩০নং ওয়ার্ড দিয়ে যাচ্ছিলেন শিক্ষক এনামুল জহির। এ সময় ওই ওয়ার্ডে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক পিংকির সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ওই নারী চিকিৎসক তাকে গালাগালি শুরু করলে শিক্ষক জহির তাকে ‘ননসেন্স’ বলে মন্তব্য করেন। পরে পিংকি মোবাইল ফোনে বিষয়টি আরেক ইন্টার্ন চিকিৎসক কামালকে জানায়। পরে কামাল কয়েকজনকে ফোনে ডেকে নিয়ে ৩০নং ওয়ার্ডে যায়। পরে ইন্টার্ন চিকিৎসকরা ওই শিক্ষককে লাঞ্ছিত ও মারধর করে। খবর পেয়ে রাজপাড়া থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। বিষয়টি জানার পরে হাসপাতালের পরিচালক ঘটনাস্থলে যায়।
তবে ওই নারী ইন্টার্ন চিকিৎসকের অভিযোগ, তাকে অকথ্য ভাষায় গালি দেওয়া হয়েছে। সে জন্যই এমন ঘটনা ঘটেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘আমি এখনও ঘটনাস্থলে আছি। তাদের দাবি যৌক্তিক তাই তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী