X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বিদেশি পিস্তল ও জিহাদি বইসহ জেএমবি সদস্য আটক

রাজশাহী প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৮, ২০:২৪আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ২০:২৪

রাজশাহীতে অস্ত্রসহ আটক জেএমবি সদস্য

রাজশাহীর চারঘাট থেকে বিদেশি পিস্তল ও জিহাদি বইসহ লোকমান হাকিম নামের এক জঙ্গিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে উপজেলা হলিদাগাছি এলাকা থেকে র‌্যাব তাকে আটক করে। তার কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও দুইটি জিহাদী বই উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ এর সদর দফতরের উপ-অধিনায়ক মেজর এসএম আশরাফুল ইসলাম জানায়, নগরীর বেলকুপুর থানার মাহেন্দ্রা গ্রামের আলিম উদ্দিনের ছেলে লোকমান হাকিম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির সক্রিয় সদস্য। তার নেতৃত্বে এলাকায় জিহাদি দাওয়াত দেওয়া ছাড়াও উগ্রবাদী বই বিতরণ ও বিভিন্ন সময় দলীয় বৈঠক করে জেএমবিকে সংগঠিত করার কাজ করে আসছিল।

মেজর আশরাফুল বলেন,‘সে টিউবয়েলের হেড মিস্ত্রির ছদ্মবেশে সহযোগী সদস্যদের নিয়ে বিভিন্ন এলাকায় যাতায়াত করতো। সে সংগঠনের পক্ষ থেকে ইসলামী দাওয়াত দেওয়াসহ জেএমবির নতুন সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করে আসছিল। লোকমান জেএমবির জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করে। মতিহারের জোকাবিলে সে শারীরিক ও অস্ত্র চালানো প্রশিক্ষণ নেয় বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

দুপুরে র‌্যাব-৫ এর পাঠানো বিজ্ঞপ্তিতে জানায়, ২০০২ সালে আঞ্চলিক জেএমবি নেতার মাধ্যমে সে জেএমবিতে যোগ দেয়। পরবর্তীতে ওই আঞ্চলিক নেতার নেতৃত্বে তারা দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, ইয়ানতের টাকা আদায়, জিহাদি দাওয়াত ইত্যাদি কর্মকাণ্ডে স্বতঃস্ফুর্থভাবে অংশগ্রহণ করে। পরবর্তীতে সে রাজশাহী জেলার পবা এলাকার জেএমবি নেতা মোজাম্মেল হক ওরফে মোজা’র বাড়িতে দলীয় মিটিং এ অংশগ্রহণ করে। ওই মিটিং থেকে মোজাসহ সংগঠনের ১২ সদস্যকে পুলিশ গ্রেফতার করলেও সেসহ আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চারঘাট থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?