X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাসিক নির্বাচন: ঢাকায় দলীয় মনোনয়নপত্র জমা দিলেন লিটন-বুলবুল

রাজশাহী প্রতিনিধি
২১ জুন ২০১৮, ২২:৪৭আপডেট : ২১ জুন ২০১৮, ২২:৪৭





রাজশাহী সিটি করপোরেশন সিলেট ও বরিশালের মতো রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে তেমন দৌঁড়ঝাপ নেই। কারণ, আওয়ামী লীগ ও বিএনপির দুজন ছাড়া অন্য কেউ মেয়র পদে প্রার্থী হচ্ছেন না। আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র প্রার্থী হিসেবে দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।




রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বাবুল বলেন, ‘আমাদের প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বুধবার (২০ জুন) বিকালে দলের মনোনয়নপত্র ঢাকায় আওয়ামী লীগের অফিসে জমা দিয়েছেন। তিনি এখন ঢাকায় আছেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন। শুক্রবার (২২ জুন) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি দেখা করবেন। শুক্রবার রাতেই রাজশাহী ফিরে আসবেন। শনিবার (২৩ জুন) মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা আছে। রবিবার (২৪ জুন) জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।’

রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও আসন্ন নির্বাচনের বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের একান্ত সচিব আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব বলেন, ‘মেয়র স্যার বর্তমানে ঢাকায় আছেন। বৃহস্পতিবার (২১ জুন) দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক শেষ করে তার রাজশাহী ফেরার কথা রয়েছে। রাজশাহী ফেরার পর তিনি জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকায় দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।’
জামায়াত কোনও প্রার্থী দেবে কিনা সে বিষয়ে জানতে চাইলে মহানগর জামায়াতের নায়েবে আমীর আবু ইউসুফ সেলিম বলেন, ‘অধ্যক্ষ মো. সিদ্দিক হোসেন আমাদের সম্ভাব্য প্রার্থী। তবে কেন্দ্র থেকে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত আসেনি। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে, তা-ই বাস্তবায়ন করা হবে। এর বাইরে আমরা কিছু বলতে পারছি না।’

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শৈশব কেন অনিরাপদ?
শৈশব কেন অনিরাপদ?
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ