X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিএনপি নির্বাচন বয়কট করবে না: বুলবুল

রাজশাহী প্রতিনিধি
১৬ জুলাই ২০১৮, ২০:২৫আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২০:৪৩

বিএনপি নির্বাচন বয়কট করবে না: বুলবুল নেতাকর্মীদের ওপর যতই বাধা ও নির্যাতন আসুক না কেন বিএনপি নির্বাচন বয়কট করবে না বলে জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, ‘বিএনপি আগে থেকেই একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত দল। বর্তমানে আরও সুসংগঠিত হয়েছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে বিএনপির অবস্থা আরও ভালো হচ্ছে। বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’

সোমবার (১৬ জুলাই) দিনভর নগরীর ১০, ১১, ১৩, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন মোসাদ্দেক হোসেন বুলবুলসহ নেতাকর্মীরা। এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বুলবুল অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বাড়িতে রাতের অন্ধকারে হামলা ও গ্রেফতার করছে। সেই সঙ্গে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনি সেন্টার ভাঙচুর করছে। পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছেড়া অব্যাহত রয়েছে। এতে আওয়ামী লীগের ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ ভোটাররা ভয় পাচ্ছিলেন। কিন্তু বিএনপির গণজোয়ার ও গণমিছিল দেখে জনগণের মধ্যে আরও সাহস সঞ্চার হয়েছে। তারা এখন আওয়ামী লীগকে ভয় পায় না।’ বিএনপি নির্বাচন বয়কট করবে না: বুলবুল

কালো টাকা ছড়িয়েও কোনও লাভ হবে না বলে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘খায়রুজ্জামান লিটনের আমলে রাজশাহী সিটিতে কোনও ধরনের উন্নয়ন হয়নি। সাবেক মেয়র ও সাংসদ মিজানুর রহমান মিনুর আমলে পাসকৃত প্রকল্প তিনি (লিটন) শুধু বাস্তবায়ন করেছেন। সিটিকে সাজানোর জন্য নতুন কোনও ধারণা তার মাথায় ছিল না, এখনও নেই।’

বুলবুলের সঙ্গে গণসংযোগকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘বিএনপি ভোটের মাঠ ছাড়বে না। ভোটের দিন কেন্দ্র পাহারা দিয়ে রক্ত দিয়ে হলেও বিএনপির নেতাকর্মীরা জনগণের ভোট রক্ষা করবে।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী বিএনপির ঘাঁটি। এখানে ভোট চুরি বা ডাকাতি করতে আসলে রাজশাহীর মানুষ মেনে নেবে না।’

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী