X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মিথ্যাচার ও অপপ্রচার করা বিএনপির অভ্যাস: লিটন

রাজশাহী প্রতিনিধি
১৬ জুলাই ২০১৮, ২০:৪৪আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২০:৪৪

মিথ্যাচার ও অপপ্রচার করা বিএনপির অভ্যাস: লিটন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘বিএনপি আওয়ামী লীগ নিয়ে যে অভিযোগগুলো করেছে, তা নিয়ে আমরা চিন্তিত নই। কারণ মিথ্যাচার-অপপ্রচার করা বিএনপির অভ্যাস। তারা শুরু থেকেই মিথ্যাচার করে আসছে।’ সোমবার দিনভর নগরীর ১৩, ১৪ নম্বর ওয়ার্ডের বনপুকুর, কাদিরগঞ্জ, কাদিগরঞ্জ গ্রেটার রোড এলাকা, দড়িখরবনা ও নিউ মার্কেট এলাকায় গণসংযোগ করেন খায়রুজ্জামান লিটন। এসময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমরা এখনও আশা করি তাদের (বিএনপির) সুবুদ্ধির উদয় হবে। নির্বাচনের পরিবেশ বজায় রেখে নির্বাচন করবে। জনগণ তাদের মতামত দিবে। সেই মতামত যেটাই হোক না কেন তাদের মেনে নিতে হবে। আমরাও জনগণের মতামত মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখবো। বিএনপি কী করবে জানি না। কারণ তাদের সঙ্গে তো জামায়াত-শিবির আছে।’
বনপুকুর এলাকায় গণসংযোগের শুরুতে সমবেত জনতার উদ্দেশে লিটন বলেন, ‘সিটি নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আশা করছি নির্বাচনের শেষ দিন পর্যন্ত এমন পরিবেশ বজায় থাকবে।
মিথ্যাচার ও অপপ্রচার করা বিএনপির অভ্যাস: লিটন বিএনপির সদ্য বিদায়ী মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সমালোচনা করে খায়রুজ্জামান লিটন বলেন, ‘বিএনপির মেয়রের কারণে রাজশাহী অনেক পিছিয়ে গেল। গত ৫ বছরের কোনও উন্নয়ন হয়নি। যারা কাজ করতে পারেননি, তাদের নতুন করে দেখার সুযোগ নাই।’
খায়রুজ্জামান লিটন বলেন, ‘২০১২ সালে প্রধানমন্ত্রীর কাছে দাবি করে রাজশাহীতে গ্যাস এনেছি। অনেক বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। আগামীতে মেয়র নির্বাচন হলে মা-বোনদের রান্নার সুবিধার জন্যে ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে। গ্যাস থেকে বিদ্যুৎ তৈরি করে তা দিয়ে শিল্পকারখানা চালানো হবে। প্রায় একশ শিল্পকারখানা তৈরি করে এক লাখ ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। পিছিয়ে পড়া রাজশাহীতে উন্নত ও সমৃদ্ধ নগরীর হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমাকে কাজ করার সুযোগ দিন। স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিন।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী