X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বিএনপির ভেতরে আতঙ্ক নেই

রাজশাহী প্রতিনিধি
২৩ জুলাই ২০১৮, ১২:২৪আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১২:৫১

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন রাজশাহীতে নির্বাচনী গণসংযোগে ককটেল হামলা নিয়ে বিএনপির দুই নেতার কথোপকথনের অডিও ফাঁসের ঘটনায় আতঙ্কিত নয় দলটি। তবে ওয়ারেন্ট ছাড়া দলের নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তারা আতঙ্কিত। বিএনপির অভিযোগ, সরকার দলীয় নেতাকর্মীরা প্রহসনের নির্বাচন করতে মরিয়া। তাই তাদের নেতাকর্মীদের গ্রেফতার ও কারসাজি করে অডিও ফাঁস করে আতঙ্কিত করার চেষ্টা করছে। যাতে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনের ময়দান ছেড়ে পালিয়ে যায়। কিন্তু দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার কারণে তা পারছে না।

রাজশাহী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, ‘দলের মধ্যে আতঙ্ক নেই। তবে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। কারণ, প্রহসনের নির্বাচন করে আমাদের জয় ছিনিয়ে নেওয়ার জন্য গ্রেফতার আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আর দুই নেতার অডিও নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা নেই। অডিওটা সত্য কিনা বলতে পারবো না। আবার অনেকে আবেগের বশে কথা বলে থাকে। যেটুকু প্রকাশ করা হয়েছে তার আগে-পরে অনেক কথাও থাকতে পারে। এমনও হতে পারে চুম্বক অংশটুকুই প্রকাশ করা হয়েছে। বিষয়টি সত্য হলে মন্টু ভাই তার জবাব দেবে। কারণ, বিষয়টি তার ব্যক্তিগত ব্যাপার। আর সত্যি না হলে প্রতিহিংসায় জেলার সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু ভাই গ্রেফতার করা হয়েছে। তবে যেভাবে রাত-দিন নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে, এতে দলের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নেতাকর্মীরা দিনে নির্বাচনি কাজ করার পর রাতে নিজের বাড়িতে ঘুমাতে পারছে না। বাড়ি গিয়ে পুলিশ অযথা হয়রানি করছে। অনেককে আবার দিনের বেলায় আটক করে অন্য নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। এই নির্বাচনে হার-জিত যায় হোক, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা হোক। যাতে নেতাকর্মী, সমর্থকরা ভালোভাবে নিজের প্রার্থীর জন্য কাজ করতে পারে। আর সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন।’

বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘এ নির্বাচন তো আমরা ষড়যন্ত্রের মধ্যে করছি। তথ্যপ্রযুক্তির যুগে এ ধরনের অডিও বিশ্বাসযোগ্য নয়। মানুষ সেটি বিশ্বাস করে না। এটিও একটি ষড়যন্ত্র। রাজশাহী সিটি নির্বাচনে বিএনপির জোয়ার দেখে সরকার দলীয় প্রার্থী ভীত হয়ে পড়েছে। তাই এখন নির্বাচন বাদ দিয়ে বিএনপি দমনে উঠেপড়ে লেগেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে। সরকার দলীয় প্রার্থীর নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকায় তিনি এই ঘৃণ্য পথ বেছে নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে হাইব্রিড নেতাকর্মীরা থাকায় আসল নেতারা লিটনের পক্ষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। দিন দিন তার জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে আসছে এবং ভোটে জামানত হারানোর পথে এগুচ্ছে।’

বিএনপি নেতা মিনু বলেন, ‘নির্বাচন যতই এগিয়ে আসছে আওয়ামী লীগ ও আওয়ামী পুলিশ বাহিনী বেপরোয়া হয়ে উঠছে। বিএনপি নেতাকর্মীদের প্রতিদিন গ্রেফতার করা অব্যাহত রয়েছে। শনিবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেফতার করেছে। বিনা ওয়ারেন্টে এবং কোনও মামলা ছাড়াই অতি উৎসাহী হয়ে সরকার দলীয় প্রার্থীর নির্দেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে।’

তিনি আরও বলেন, ‘সরকার দলীয় প্রার্থী মনে করছে গ্রেফতার করে বিএনপিকে নির্বাচনি মাঠশূন্য করবে। বিএনপির যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে আওয়ামী লীগের নৌকা ভেসে পদ্মা নদীতে ডুবে যাওয়ার অপেক্ষায় রয়েছে। নগরবাসী নৌকাকে সারা জীবনের জন্য আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। সারা জীবন তপস্যা করেও আর তীরে আসতে পারবে না। বিএনপি মাঠে আছে এবং নির্বাচনে বিজয়ী হয়ে মাঠ ছাড়বে। আর বিজয়ের মধ্য দিয়ে দেশের মানুষের, খালেদা জিয়ার মুক্তি এবং এই সরকারের পতনের কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ’

তিনি আরও বলেন, ‘যতই হুমকি ও নির্যাতন তাদের ওপর হোক, তারা ধানের শীষের পক্ষে অবিচল থাকবে এবং ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করবে।’

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘কাউকে অযথা হয়রানি করা হচ্ছে না। আমাদের পুলিশের নিয়মিত অভিযানে আমলযোগ্য অপরাধীদের গ্রেফতার করে আইনের আশ্রয়ে নেওয়া হচ্ছে, যাতে নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে। শান্তিতে মানুষ বসবাস করতে পারে। এটাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।’

আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘বিএনপির গণসংযোগে ককটেল হামলার ঘটনার মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার ব্যাপারে বিএনপি নেতাদের কথোপকথনের অডিও ক্লিপও পেয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে জানতে পেরেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে জনগণের সহমর্মিতা অর্জন করতে এবং জনগণকে কাছে টানতে বিএনপি নিজেরাই পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমাদের বিজয় বুঝতে পেরে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।’

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রিভ চ্যাট ভার্সন ৪.০ উন্মোচন
রিভ চ্যাট ভার্সন ৪.০ উন্মোচন
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনমনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই