X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ব্যবসায়ী ও জেএমবি সদস্যসহ গ্রেফতার ৩২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৫





চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ব্যবসায়ী ও জেএমবি সদস্যসহ ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর, ভোলাহাট ও সদর থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র, গুলি ও গান পাউডারসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে– মহানন্দা নদীর তীরে অবস্থিত বারঘরিয়া পার্কে অস্ত্র বিক্রির জন্য অস্ত্র ব্যবসায়ী মালেক (৩৮) অবস্থান করছে। এরপর সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন দৌড়ে পালিয়ে যায় এবং মালেককে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ আটক করা হয়। তার নামে জেলার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, খুন, ডাকাতি, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য, সরকারি সম্পদ বিনষ্ট করাসহ মোট ১৩টি মামলা রয়েছে।
তিনি আরো জানান, পুলিশের পৃথক অভিযানে গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার এলাকার একটি আমবাগান থেকে মাহফুজুর রহমান ওরফে মোহন (২৮) নামে একজকে গ্রেফতার করা হয়। কিছুদিন আগে মোহন জামিন পেয়ে আবারও জেএমবি সদস্যদের সংগঠিত করে নাশকতার পরিকল্পনা করেছিল বলে তিনি অভিযোগ করেন। ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিক ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো ৩০০ গ্রাম গান পাউডার উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার অস্ত্র ব্যবসায়ী আবদুল মালেক শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের রসিকনগর এলাকার আবদুল জব্বারের ছেলে। জেএমবি সদস্য মোহন একই উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর এলাকার মাইনুল ইসলামের ছেলে।
এছাড়া গ্রেফতার অন্যরা মাদক ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানায় পুলিশ। বিশেষ অভিযানে ৫শ’ বোতল ফেনসিডিল ও ২০৫ গ্রাম গাঁজাও জব্দ করা হয়।

/এমএএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা