X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

প্রক্সি দেওয়ায় ২৪ শিক্ষার্থীর কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ০০:৫০আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ০০:৫৩

রাজশাহী রাজশাহীতে ডিগ্রি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে ২৪ শিক্ষার্থীকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৫ অক্টোবর) রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর খুরশিদা বানু কণা বলেন,  ‘সোমবার দুপুর ৩টায় রায় ঘোষণা করা হয়। এরপর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দীন জানান, অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের প্রত্যেককে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৯০ সালের ৩ (ক), (খ)/১৩ ধারায় দোষী সাব্যস্ত করে দুই বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৮ জুলাই ডিগ্রি পাস ইংরেজি (বিষয় কোড-৩০৬) পরীক্ষায় রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজকেন্দ্রে দণ্ডপ্রাপ্তরা পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেন। ঘটনাটি কেন্দ্রের কক্ষ পরিদর্শকরা জানতে পেরে তা কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিবকে অবহিত করেন। এরপর পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় ওই দিনই কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিব কলেজের উপাধ্যক্ষ মকবুল হোসেন বাদী হয়ে মোহনপুর থানায় মামলা দায়ের করেন।

কারাদণ্ডাদেশপ্রাপ্তরা হলো- সাতক্ষীরা জেলার ডুমুরিয়া উপজেলার শ্যামনগরের সাব্বির হোসেন, রাজশাহীর বাগমারার দক্ষিণ জামালপুরের মোস্তাফিজুর রহমান রনি, একই উপজেলার সাইধারার হোসেন আলী, বিষ্ণপুরের মতিউর রহমান, রক্ষিতপাড়ার ফিরোজুল ইসলাম, রাজশাহীর তানোর উপজেলার বনকেশর গ্রামের মিঠু রহমান, কাউসার হোসেন, ফারুক হোসেন ও আবদুস সালাম, রাজশাহী নগরীর কাদিরগঞ্জের আরিফুল ইসলাম, রাজশাহীর দুর্গাপুর উপজেলার সাকোয়ার মোত্তালেব হোসেন, রাজশাহীর চারঘাট উপজেলার রামচন্দ্রপুরের রুবেল আলী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লাহাপুরের আমিনুল ইসলাম, টাঙ্গাইলের নাগারপুর উপজেলার শাহজানীর আল আমিন, বগুড়ার ধুনট উপজেলার বেড়পাড়ার ইমরান আলী, কুষ্টিয়া সদরের পশ্চিম মজমপুরের জান্নাতুল ফেরদৌস, রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছির বেলাল হোসেন, একই উপজেলার ধোপাঘাটার ফিরোজ আহমেদ, বিহরীর সুমন রানা, চকবিহরীর ইলিয়াস সরদার, বিষহরা গ্রামের বৃষ্টি রানা, নওগাঁর মান্দা উপজেলার কটকতৈল মধ্যপাড়ার বুলবুল ইসলাম এবং একই উপজেলার সাটইলের সোহেল রানা। এরা রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাব্বির হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। জান্নাতুল ফেরদৌস রাবির নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। ইমরান আলী আইন বিভাগের। তিনি আইন বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

মামলার শুনানিতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন আমজাদ হোসেন ও আকতারুল আলম বাবু। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। পরে আসামিদের কারাগারে পাঠানো হয়।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!