X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নির্বাচনি মাঠে ফাউল করলে জনগণই লাল কার্ড দেখাবে: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ২০:৫৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২০:৫৫

  নিজের নির্বাচনি এলাকায় সমাবেশে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনি মাঠে করলে জনগণই লাল কার্ড দেখিয়ে বিএনপিকে মাঠ থেকে বের করে দেবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এখানে কোনও দল বা জোটের ফাউল গেম খেলার সুযোগ নেই।’ তিনি সোমবার বিকেলে তার নির্বাচনি এলাকা সিরাজগঞ্জের বাগবাটিতে এক বিশাল নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন।

বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন মল্লিক। এসময় বক্তব্য রাখেন মনসুর নগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল লতিফ তারিন, যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান দুদু, গোলাম রব্বানী, শহিদুল ইসলাম মানিক ও মনজুর মোরশেদ খান সজল।

প্রচারণার প্রথম দিন নিজ নির্বাচনি এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার একাংশ বাগবাটি ইউনিয়নে নির্ধারিত কয়েকটি নির্বাচনি সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র নাসিম বক্তৃতা দেন।

‘উন্নয়ন নিরাপত্তা ও আলোকিত বাংলাদেশ গড়ে তুলে শেখ হাসিনা ৩০ ডিসেম্বর একটি ভোট চাওয়ার অধিকার রাখে কি,না’-এমন প্রশ্ন করা হলে সমাবেশে উপস্থিত সকলেই সম্মিলিত কন্ঠে হ্যা সূচক উত্তর দেন এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

যারা অন্য দল করেন তাদেরও ভোট নষ্ট না করে উন্নয়নের নেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন,‘শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি এদেশের মানুষকে উন্নয়ন দিয়েছেন, বিশ্বে মর্যাদার আসনে বসিয়েছেন।’

বক্তৃতায় এক পর্যায়ে তিনি নিজেই স্লোগান দেন, ‘মার্কা আছে, কোন সে মার্কা, নৌকা মার্কা, বঙ্গবন্ধুর মার্কা, নৌকা মার্কা, শেখ হাসিনার মার্কা, নৌকা মার্কা।’ ৩০ ডিসেম্বর প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে নাসিম আরও বলেন,‘ভোট কেন্দ্র থাকবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধায়নে। জনগণ থাকবে পাহারায়। কোন ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারকে দমিয়ে রাখা যাবে না। ’

তিনি আরও বলেন,‘২০১৪ সালের নির্বাচনে অংশ গ্রহণ না করে বিএনপি জামায়াত জোট দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে মেরেছিল, দেশের সাধারণ মানুষ এ কথা আজও ভুলেনি।’ এ দেশের মানুষ তাদের ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে সমুচিত জবাব দেবে বলেও তিনি মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন,‘গত ১০ বছরে দেশ অন্ধকার থেকে আলোর পথে এগিয়েছে, জঙ্গি দমন হয়েছে। মানুষ শান্তিতে আছে, স্বস্তিতে আছে। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে। তাই উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া উন্নয়নের কোনও বিকল্প নেই।’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
রান্নাঘরের অসহনীয় গরম থেকে বাঁচার ১০ উপায়
রান্নাঘরের অসহনীয় গরম থেকে বাঁচার ১০ উপায়
হামাসের ২৫টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
হামাসের ২৫টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই