X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত সরকার: এনামুর রহমান

পঞ্চগড় প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৯, ১৬:০০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৬:০০

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত সরকার: এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেছেন, ‘প্রাকৃতিক দুর্যোগে কোনও মানুষ যেন দুর্ভোগে না পড়ে সেজন্য সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে বর্তমান জনবান্ধব সরকার। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন আজ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সোনার বাংলা বির্নিমাণে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশে আজ শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।’
বুধবার (১৬ জানুয়ারি) পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল মাঠে বোদা ও দেবীগঞ্জ উপজেলার শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও শুকনো খাবার বিতরণকালে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এনামুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রশাসন, ও জন প্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানান। তিনি পঞ্চগড়ে একটি অর্থনৈতিক জোন গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন বলে জানান। এখানে অর্থনৈতিক জোন গড়ে উঠলে ৩০/৪০ হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং এলাকার আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে বলে জানান তিনি।
ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান বোদা-দেবীগঞ্জ উপজেলার দুই হাজার মানুষের মধ্যে একটি করে কম্বলসহ শুকনা খাবার হিসেবে চাল, ডাল, তেল, লবণ, মুড়ি, চিড়া, চিনি, বিস্কিট, মোমবাতি, দিয়াশলাইয়ের প্যাকেট বিতরণ করেন। তিনি পঞ্চগড় জেলায় আরও পাঁচ হাজার কম্বল ও ভূমিহীন পরিবারদের জন্য ৫শত বাড়ি নির্মাণের বরাদ্দের ঘোষণা দেন।
পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ অনেকেই বক্তব্য রাখেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শৈশব কেন অনিরাপদ?
শৈশব কেন অনিরাপদ?
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড